Happy Birthday Bhagyashree: জন্মদিনে 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী ভাগ্যশ্রীর অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর। বলিউড সুপারস্টার সলমন খানের বিপরীতে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে অভিনয় করে দারুণ সফল হন। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক ভাগ্যশ্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজকীয় পরিবারে জন্ম ভাগ্যশ্রীর। মহারাষ্ট্রের সাংলির রাজকীয় পরিবারের কন্যা তিনি। সাংলির রাজা বিজয় সিংহরাও মাধবরাও পতওয়ারধনের বড় মেয়ে ভাগ্যশ্রী।
'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির পরই দীর্ঘদিনের বন্ধু হিমালয় দাসানিকে বিয়ে করেন ভাগ্যশ্রী। জানা যায়, হিমালয়কে পছন্দ ছিল না অভিনেত্রীর পরিবারের। তাঁরা জামাই হিসেবে তাঁকে মেনে নেন না। তাই মন্দিরে গিয়ে বিয়ে করেন অভিনেত্রী।
প্রথম ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া'র ব্যাপক সাফল্যের পর ভাগ্যশ্রীকে আর ছবিতে দেখা যায়নি। দীর্ঘ বিরতি নিয়েছিলেন ছবির জগত থেকে। হিমালয় দাসানিকে বিয়ে করে সংসার সামলানোকেই বেছে নেন অভিনেত্রী। বহু ছবির প্রস্তাব তিনি সেসময়ে ফিরিয়েছিলেন।
শোনা যায়, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির শ্যুটিংয়ে সলমন খানকে জড়িয়ে ধরার দৃশ্যে অভিনয়ের পরই কাঁদতে শুরু করে দেন ভাগ্যশ্রী। তিনি যে অত্যন্ত রক্ষণশীল পরিবার থেকে এসেছেন এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁর এমন দৃশ্যে অভিনয় দেখে একেবারেই সহজভাবে নেবে না। সেই কারণেই ভেঙে পড়েন তিনি।
বহু সাক্ষাৎকারে 'ম্যায়নে পেয়ার কিয়া' পরিচালক সূরজ বরজাতিয়া জানিয়েছেন যে, ছবিতে সলমন-ভাগ্যশ্রীর একটি চুম্বন দৃশ্য রাখার কথা ছিল। কিন্তু দুই অভিনেতাই সেই দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করলে সেই দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়।
স্বামী হিমালয় দাসানির সঙ্গে ছবি করেছেন ভাগ্যশ্রী। যদিও তাঁদের জুটির বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
বলিউডে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানিকে। 'মর্দ কো দর্দ নেহি হোতা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অভিমন্যুর। জানা যায়, ছেলের অভিনয় কেরিয়ারের জন্য নানা পরামর্শ দিতেন অভিনেত্রী। ছেলেকে প্রচুর ছবি দেখার কথা বলতেন।
বলিউড থেকে দীর্ঘ বিরতি নেওয়ার কারণ হিসেবে বিভিন্ন সূত্রে থেকে ভাগ্যশ্রীর অসুস্থতার কথা জানা যায়। এক সাক্ষাৎকারে অভিনেত্রীর জানান, তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, হাঁটাচলা করার ক্ষমতাও ছিল না। তাই পরবর্তীকালে ফিটনেস নিয়ে নানা কাজ শুরু করেন তিনি।
বর্তমানে বেশ কিছু ছবিতে অভিনয় করছেন ভাগ্যশ্রী। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -