Happy Birthday Dev: জন্মদিনে ফিরে দেখা 'সুপারস্টার' দেবের জনপ্রিয় ছবিগুলি
আজ টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভেসেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। অভিনেতার পাশাপাশি তাঁর রাজনৈতিক পরিচয়ও যথেষ্ট উল্লেখযোগ্য। তিনি ঘাটালের সাংসদ। করোনা কালে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েও উল্লেখযোগ্য নিদর্শন সৃষ্টি করেন তিনি। ২৫ ডিসেম্বর, তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক জনপ্রিয় ছবিগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআই লভ ইউ: 'অগ্নিশপথ' ছবির হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করলেও পরিচিতি পান 'আই লভ ইউ' ছবির মাধ্যমে। রবি কিনাগির পরিচালনায় এই ছবি মুক্তি পায় ২০০৭ সালে।
প্রেমের কাহিনি: কোয়েল মল্লিকের সঙ্গে প্রথম ছবি দেবের। কন্নড় ছবি 'মুঙ্গরু মালে'র রিমেক। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির 'টাইটেল সং' জনপ্রিয় হয়।
চ্যালেঞ্জ: বাংলা সিনেমার ধারায় আমূল পরিবর্তন আনে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। ২০০৯ সালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন তিনি।
সেদিন দেখা হয়েছিল: ২০১০ সালে মুক্তি পায় রোম্যান্টিক ঘরানার ছবিটি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন দেব। সেই বছরের অন্যতম সফল ছবি ছিল এটি। এই ছবির জনপ্রিয় গান 'খোকাবাবু যায় লাল জুতো পায়'।
দুই পৃথিবী: দেব ও জিতের একসঙ্গে একমাত্র ছবি। ২০১০ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি। অন্যান্য চরিত্রে দেখা যায় কোয়েল মল্লিক ও বরখা সেনগুপ্তকে।
লে ছক্কা: ২০১০ সালে মুক্তি পায় 'স্পোর্টস কমেডি' ছবিটি। পায়েল সরকারের বিপরীতে চেনা ছকের বাইরে বেরিয়ে অভিনয় করতে দেখা যায় দেবকে।
পাগলু: কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করেন ২০১১-এর এই সুপারহিট ছবিতে। এমনকী টেলিভিশনে বাংলা ছবির ইতিহাসে এটি সর্বোচ্চ টিআরপি পায়।
খোকাবাবু: ২০১২ সালে মুক্তি পায় 'খোকাবাবু'। এই ছবিতেও শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা। ফের এই ছবির গান 'ডান্স মারে খোকাবাবু' জনপ্রিয়তা লাভ করে বিপুল পরিমাণে।
চাঁদের পাহাড়: ২০১৩ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'চাঁদের পাহাড়' নিয়ে তৈরি হয় ছবিটি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে 'শঙ্কর' চরিত্রে অভিনয় করেন দেব।
বুনোহাঁস: বাংলা থ্রিলার ঘরানার ছবি। অনিরুদ্ধ রায়চৌধুরীর এই পরিচালনা সমরেশ মজুমদারের একটি উপন্যাস থেকে তৈরি হয়। মুখ্য চরিত্রে ছিলেন দেব, শ্রাবন্তী ও তনুশ্রী। ২০১৪ সালে মুক্তি পায় ছবিটি।
জুলফিকর: ২০১৬ সালের ছবি। শেক্সপিয়রের দুটি ট্র্যাজেডি 'জুলিয়াস সিজার' ও 'অ্য়ান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা'-র ওপর ভিত্তি করে তৈরি হয় ছবিটি। এতে একজন মূক চরিত্রে অভিনয় করেন দেব। সমালোচকরা প্রশংসা করেন তাঁর অভিনয় দক্ষতার।
চ্যাম্প: ২০১৭ সালে বান্ধবী রুক্মিণী মৈত্র এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি বেশ চর্চিত ও প্রশংসিত হয়েছিল।
গোলন্দাজ: ২০২১ সালে করোনার কাঁটা পেরিয়ে বাংলা ছবির দর্শককে হলমুখী করেছে 'গোলন্দাজ'। বঙ্গের বক্সঅফিসে প্রবল সাফল্য লাভের পর দেশের বাজারে মুক্তি পেয়েছে ছবিটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -