Happy Birthday Dev: 'অগ্নিশপথ' থেকে 'প্রজাপতি', একনজরে টলিউড সুপারস্টার দেবের অভিনয় সফর
আজ জন্মদিন টলিউড সুপারস্টার দেবের। নেট দুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন তিনি। সাধারণ অনুরাগী থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একনজরে দেখে নেওয়া যাক তাঁর অভিনয় সফর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'অগ্নিশপথ' ছবি দিয়ে টলিউড জার্নি শুরু হয় দেবের। কিন্তু সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।
এক বছর পর ফের পর্দায় ফেরেন দেব। তবে এবার একেবারে যেন দর্শকদের মন জিততেই আসেন। বেশিরভাগ মানুষই বাংলা ছবির নতুন এক তারকাকে দেখতে পায়। মুক্তি পায় 'আই লভ ইউ'।
পরিচালক রবি কিনাগির ছবি 'আই লভ ইউ'-এর জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। বিপরীতে দেখা যায় পায়েল সরকারকে। মুখ্য চরিত্রে দর্শকদের মন জিতে নেন দেব। তার সঙ্গে ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায়।
এরপর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন দর্শকদের। পায়েলের পর জুটি বাঁধেন কোয়েলের সঙ্গে। মুক্তি পায় 'মন মানে না', 'প্রেমের কাহিনী'।
দেবকে এরপর একাধিক ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীর বিপরীতে। টলিউডে সে সময়ে দেব-শুভশ্রী জুটি জমজমাট হয়ে ওঠে। 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে' ব্যাপক সাফল্য পায়।
টলিউডের আর এক সুপারস্টার জিতের সঙ্গেও একই ছবিতে অভিনয় করেছেন দেব। প্রথমবার বাংলা ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। মুক্তি পায় 'দুই পৃথিবী'। ছবির গল্প থেকে গান সবই আজও মুখে মুখে ফেরে দর্শকদের।
মশালাদার ছবির সঙ্গে অন্য ধরনের ছবিতেও দেখা গিয়েছে দেবকে। 'চাঁদের পাহাড়', 'আরশিনগর', 'জুলফিকর'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
নিজেকে শুধুই অভিনেতা হিসেবে আটকে রাখেননি দেব। তাঁকে দেখা গিয়েছে প্রযোজকের ভূমিকাতেও। একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।
সদ্যই মুক্তি পেয়েছে দেবের ছবি 'প্রজাপতি'। দর্শকদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পাচ্ছেন তিনি। তার সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাতেও ভরাচ্ছেন অনুরাগীরা। দেবকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -