Happy Birthday Govinda: বিয়ে লুকনো, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, একনজরে বলিউডের 'হিরো নং ওয়ান'

গোবিন্দা

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা গোবিন্দার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
অভিনেতার যখন ১৫ বছর বয়স, তখন একাধিকবার চেষ্টা করার পরও রাজশ্রী স্টুডিওস গোবিন্দাকে নিয়ে কাজ করতে রাজি হয়নি। তাদের মতে, গোবিন্দার বয়স কম হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেয় তারা।
3/10
গোবিন্দা শুধুমাত্র একজন অসাধারণ অভিনেতাই নন, তিনি অত্য়ন্ত দক্ষ একজন গায়কও বটে। তাই বহু ছবিতে তাঁকে নিজের গলাতেই গান গাইতে দেখা যায়। 'আঁখে', 'হাসিনা মান জায়েগি', 'সোলা অউর শবনম'-এর মতো ছবিতে তিনি গানও গেয়েছেন।
4/10
প্রত্যেক সুপারস্টারের সঙ্গেই কাজ করেছেন গোবিন্দা। তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, দিলীপ কুমারের সঙ্গে। এমনকি তিনি কাজ করেছেন রজনীকান্তের সঙ্গেও।
5/10
১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন।
6/10
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন গোবিন্দা। জানা যায়, ১৯৯৪ সালে তিুনি যখন করিশ্মা কপূরের সঙ্গে 'খুদ্দর' ছবিতে অভিনয় করছেন, সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন। গাড়ি দুর্ঘটনায় তাঁর মাথায় একাধিক আঘাত লাগে।
7/10
রাজনীতিতেও যোগ দিয়েছিলেন গোবিন্দা। এমপিও হন। কিন্তু ফের অভিনয়ে মন দেওয়ার জন্য নিজের রাজনৈতিক কেরিয়ার ত্যাগ করেন।
8/10
নাচেও পারদর্শী গোবিন্দা। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিকাল ডান্সারও। তাই পর্দায় খুব সহজেই কঠিন কঠিন স্টেপ তিনি করে ফেলেন।
9/10
গোবিন্দার পুরো নাম গোবিন্দ আহুজা। তবে, তাঁর প্রিয়জনরা তাঁকে ভালোবেসে চি-চি বলে ডাকেন।
10/10
একবার এক সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন যে, জেমস ক্যামেরনের 'অবতার' ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু নানা সমস্যার কারণে সেই ছবি করতে তিনি রাজি হননি। বলিউডের 'হিরো নং ওয়ান'কে জন্মদিনের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola