Happy Birthday Hrithik Roshan: সহকারী পরিচালক থেকে রুপোলি পর্দার সুপারস্টার, একনজরে হৃত্বিক রোশনের বলিউড জার্নি
হৃত্বিক রোশন
1/10
আজ জন্মদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর বলিউড জার্নিতে।
2/10
বি টাউনে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের আগে ক্যামেরার পিছনে কাজ করেছেন হৃত্বিক রোশন। 'খুদগর্জ', 'কিং আঙ্কল', 'করণ অর্জুন', 'কোয়েলা'র মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
3/10
রুপোলি পর্দায় প্রথমবার অভিনেতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয় 'কহো না পেয়ার হ্যায়' ছবিতে। এরপর আর হৃত্বিক রোশনকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
4/10
বক্স অফিসে ব্যাপক হিট হয় 'কহো না পেয়ার হ্যায়'। ছবি সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে প্রথম ছবি থেকেই দারুণ জনপ্রিয়তা পান হৃত্বিক।
5/10
সেই বছরই মুক্তি পায় 'ফিজা', 'মিশন কাশ্মীর', 'ইয়াদেঁ'। দর্শকেরা ক্রমশ বলিউডের গ্রিক গডের প্রেমে পড়তে থাকেন।
6/10
স্টার কিড হলেও হৃত্বিক রোশনের জনপ্রিয়তা ছিল প্রথম ছবি থেকেই নজরকাড়া। অভিনয় করতে থাকেন বলিউডের একাধিক তাবড় তারকাদের সঙ্গে। 'কভি খুশি কভি গম', 'মুঝসে দোস্তি করোগে', 'লক্ষ্য' তাঁর কেরিয়ারের অন্যতম সফল ছবি।
7/10
হৃত্বিক রোশন মানেই যেন সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হয় 'ক্রিস'। 'কোই মিল গয়া'র সিক্যুয়েল এই ছবির প্রতিটা পার্টেই নিজের অভিনয়ের ছাপ রাখেন অভিনেতা।
8/10
'ধুম ২', 'অগ্নিপথ', 'জিন্দেগি না মিলেগি দোবারা'র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। আবার তাঁকে দেখা গিয়েছে 'গুজারিশ', 'কাবিল', 'মহেঞ্জোদারো', 'সুপার থার্টি'র মতো ছবিতেও।
9/10
ব্যর্থতার মুখও দেখতে হয়েছে হৃত্বিক রোশনকে। তাঁর বেশ কিছু ছবি বক্স অফিসে সাফল্য পায়নি।
10/10
হৃত্বিক রোশনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে নজরকাড়ে তাঁর লুক। সামনেই একাধিক ছবি রয়েছে তাঁর হাতে। দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'ফাইটার' ছবিতে দেখা যাবে তাঁকে। বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 10 Jan 2023 09:48 AM (IST)