Happy Birthday John Abraham: জন আব্রাহামের ব্যক্তিগত জীবন কেমন? রইল তাঁর সম্পর্কে অজানা তথ্য

জন আব্রাহাম

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা জন আব্রাহাম। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হয় জন আব্রাহামের। তারপর একাধিক কেরিয়ার বেছে নেন টাকা রোজগারের জন্য।
3/10
মডেলিং করার পাশাপাশি মিডিয়া ফার্মেও কাজ করেন জন আব্রাহাম। আর্থিক পরিস্থিতির অবনতির কারণে মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করেন।
4/10
'জিসম' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জন আব্রাহাম। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।
5/10
জন আব্রাহাম শুধু একজন অভিনেতাই নন। দুর্দান্ত একজন ফুটবলার এবং অ্যাথলিটও। ২০০ মিটার এবং ৫০০ মিটার দৌড়ের জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন।
6/10
ছবিতে তাঁর চরিত্র যেমনই হোক না কেন, বাস্তব জীবনে পার্টি করা একেবারেই পছন্দ করেন না জন আব্রাহাম। শুধু তাই নয়, তাঁকে কোনও ডান্স ক্লাবে যেতে দেখা যায় না। এবং মদ্যপান করতে কিংবা মাদক সেবন করতেও দেখা যায় না।
7/10
একবার এক সাক্ষাৎকারে জন আব্রাহাম জানিয়েছিলেন যে, তাঁকে এক জ্যোতিষী বলেন যে, 'জিসম' ছবির সাফল্যের পর তিনি বলিউডে আর সফল হবেন না। বি টাউনে তাঁর কোনও ভবিষ্যতই নেই। এরপর থেকে জন আর কখনও জ্যোতিষীর কাছে যান না।
8/10
জন আব্রাহামের বাবা একজন ক্যানসারের রোগী ছিলেন। তিনি লড়াই করেন। এবং ক্যানসারকে পরাজিত করেন। জন বলেছিলেন, তিনি তাঁর বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছেন।
9/10
বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান জন আব্রাহাম। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর তা ভাঙে।
10/10
image 10
Sponsored Links by Taboola