Happy Birthday Kajol : ছোটবেলা থেকেই একগুঁয়ে এবং আবেগপ্রবণ, মা-বাবার ছাড়াছাড়ি কী প্রভাব ফেলেছিল কাজলের মনে?
বর্ষীয়ান অভিনেত্রী তনুজার কন্যা কাজল। শুধু মা নন, কাজলের প্রায় পুরো পরিবারই অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার তুতো-বোন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কাজল। যদিও শোনা যায়, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি বিশেষ ভালো নয়।
একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি নাকি খুবই জেদি, একগুঁয়ে এবং আবেগপ্রবণ ছিলেন।
কাজল তখন খুবই ছোট, যখন তাঁর বাবা সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিচ্ছেদ হয়ে যায়।
খুব অল্প বয়সেই মা-বাবাকে আলাদা হয়ে যেতে দেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
যদিও তনুজা বরাবরই জানিয়েছেন যে, মা-বাবার বিচ্ছেদ কাজলের উপর কোনও ক্ষতিকর প্রভাব ফেলেনি। কারণ, তাঁরা কখনওই সন্তানদের সামনে ঝগড়া করতেন না।
এখনও কাজের ফাঁকে সময় পেলেই মা এবং বোন তনিশার সঙ্গে চুটিয়ে আনন্দ করে সময় কাটান কাজল।
তনুজা শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় ছোটবেলাটা দিদিমার কাছেই কেটেছে তাঁর।
বাঙালি ঘরানা এবং মরাঠি সংস্কৃতি, দুটোতেই সমানভাবে তাল মিলিয়ে চলতে জানেন অভিনেত্রী।
কেরিয়ারের শুরুতে অভিনয়ে মন দেওয়ার জন্য পড়াশোনাটাকে বিশেষ গুরুত্ব দেননি। কাজল আজও এই বিষয় নিয়ে আফশোস করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -