Happy Birthday Kajol : ছোটবেলা থেকেই একগুঁয়ে এবং আবেগপ্রবণ, মা-বাবার ছাড়াছাড়ি কী প্রভাব ফেলেছিল কাজলের মনে?
কাজল
1/10
বর্ষীয়ান অভিনেত্রী তনুজার কন্যা কাজল। শুধু মা নন, কাজলের প্রায় পুরো পরিবারই অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে।
2/10
'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার তুতো-বোন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কাজল। যদিও শোনা যায়, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি বিশেষ ভালো নয়।
3/10
একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি নাকি খুবই জেদি, একগুঁয়ে এবং আবেগপ্রবণ ছিলেন।
4/10
কাজল তখন খুবই ছোট, যখন তাঁর বাবা সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিচ্ছেদ হয়ে যায়।
5/10
খুব অল্প বয়সেই মা-বাবাকে আলাদা হয়ে যেতে দেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
6/10
যদিও তনুজা বরাবরই জানিয়েছেন যে, মা-বাবার বিচ্ছেদ কাজলের উপর কোনও ক্ষতিকর প্রভাব ফেলেনি। কারণ, তাঁরা কখনওই সন্তানদের সামনে ঝগড়া করতেন না।
7/10
এখনও কাজের ফাঁকে সময় পেলেই মা এবং বোন তনিশার সঙ্গে চুটিয়ে আনন্দ করে সময় কাটান কাজল।
8/10
তনুজা শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় ছোটবেলাটা দিদিমার কাছেই কেটেছে তাঁর।
9/10
বাঙালি ঘরানা এবং মরাঠি সংস্কৃতি, দুটোতেই সমানভাবে তাল মিলিয়ে চলতে জানেন অভিনেত্রী।
10/10
কেরিয়ারের শুরুতে অভিনয়ে মন দেওয়ার জন্য পড়াশোনাটাকে বিশেষ গুরুত্ব দেননি। কাজল আজও এই বিষয় নিয়ে আফশোস করেন।
Published at : 05 Aug 2021 05:35 PM (IST)