Karan Singh Grover Birthday: সম্পর্ক থেকে একাধিক বিয়ে, কেরিয়ারে ওঠাপড়া, নিত্যদিন চর্চায় কর্ণের ব্যক্তিগত জীবন

কর্ণ সিংহ গ্রোভার

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
ছোট পর্দা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন কর্ণ। জনপ্রিয় ধারাবাহিক 'দিল মিল গয়ে'তে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন।
3/10
একটা ধারাবাহিকেই তিনি সেসময়ে বহু তরুণীর ক্রাশ হয়ে ওঠেন। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেন।
4/10
কর্ণ সিংহ গ্রোভারের ব্যক্তিগত জীবন সবসময়ই চর্চায় থাকে। তাঁর প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে সমস্ত কিছু নিয়েই।
5/10
তিন-তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন কর্ণ সিংহ গ্রোভার। ২০০০৮ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে। কিন্তু বিয়ের ১০ মাস কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
6/10
শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের পর আর এক ছোট পর্দার অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। বিয়ের ২ বছর পর তাঁরা আলাদা হয়ে যান।
7/10
২০১৫ সালে বলিউডে বড় পর্দায় ডেবিউ হয় কর্ণের। 'অ্যালোন' ছবি দিয়ে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক শুরু হয়।
8/10
২০১৬ সালে বিপাশা বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ সিংহ গ্রোভার। দুই তারকার জীবনে গত বছরই প্রথম সন্তান এসেছে। কন্যা দেবীকে নিয়ে বর্তমানে তাঁরা অত্যন্ত ব্যস্ত।
9/10
ছোট পর্দায় অভিনয় করাকালীন টেলিভিশনের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে ছিলেন কর্ণ। তাঁর পারিশ্রমিকের অঙ্কও ছিল চোখ কপালে তোলার মতো। গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মের একাধিক প্রোজেক্টে দেখা গিয়েছে কর্ণ সিংহ গ্রোভারকে।
10/10
বাস্তব জীবনে খেলাধুলো অত্যন্ত পছন্দ করেন কর্ণ। বাস্কেটবল, ভলিবল খেলায় তিনি বেশ পটু। বিভিন্ন সাক্ষাতকারে জানিয়ে থাকেন, ক্রিকেটের প্রতি তাঁর খুব একটা টান নেই। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola