Happy Birthday Kartik Aaryan: ইঞ্জিনিয়ারিং থেকে মডেলিং, কার্তিক আরিয়ানের অভিনয়ে প্রবেশ যাত্রা এক ঝলকে
Kartik Aaryan: বলিউডের লেটেস্ট হার্টথ্রব কার্তিক আরিয়ান। কোভিড পরবর্তী বলিউডে তাঁর হাত ধরেই লক্ষ্মীলাভ। ২০২২ সালের অন্যতম সফল অভিনেতা। রুহ বাবার জন্মদিনে রইল শুভেচ্ছা।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব তিনি। তাঁর হাত ধরেই কোভিড পরবর্তী বক্স অফিস দেখেছে সাফল্য। তিনি কার্তিক আরিয়ান।
2/10
২২ নভেম্বর, ৩২ বছর পূর্ণ করলেন অভিনেতা। মধ্যরাতেই বাড়িতে উদযাপিত হয়েছে জন্মদিন।
3/10
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'প্রত্যেক জন্মে আমি তোমাদের কোকি হয়ে জন্মাতে চাই।'
4/10
এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক। মধ্যপ্রদেশের গোয়ালিওরের কার্তিকের বাবা-মা দুই জনেই ডাক্তার।
5/10
বায়োটেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অভিনেতা। কিন্তু মনে মনে চিরকালই অভিনয় করতে চেয়েছিলেন।
6/10
শোনা যায়, ক্লাস কামাই করে দুই ঘণ্টা ধরে সফর করে অডিশন দিতে যেতেন তিনি।
7/10
ইউনিভার্সিটিতে পড়ার সময় মডেলিং শুরু করেন কার্তিক। একের পর এক অডিশনে ব্যর্থ হয়ে অভিনয়ের কোর্সও করেন।
8/10
তবে মা-বাবার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন একেবারে প্রথম ছবি সই করে তারপর।
9/10
লভ রঞ্জনের 'পেয়ার কা পঞ্চনামা' ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ কার্তিকের। তখন তাঁর কলেজের তৃতীয় বর্ষ।
10/10
২০২২ সালের মে মাসে মুক্তি পায় 'ভুল ভুলাইয়া ২'। ব্লক বাস্টার এই ছবি বিশ্বজুড়ে ২৬২.০৪ কোটি টাকার ব্যবসা করে।
Published at : 22 Nov 2022 03:15 PM (IST)