Happy Birthday Kartik Aaryan: ইঞ্জিনিয়ারিং থেকে মডেলিং, কার্তিক আরিয়ানের অভিনয়ে প্রবেশ যাত্রা এক ঝলকে
বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব তিনি। তাঁর হাত ধরেই কোভিড পরবর্তী বক্স অফিস দেখেছে সাফল্য। তিনি কার্তিক আরিয়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২ নভেম্বর, ৩২ বছর পূর্ণ করলেন অভিনেতা। মধ্যরাতেই বাড়িতে উদযাপিত হয়েছে জন্মদিন।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'প্রত্যেক জন্মে আমি তোমাদের কোকি হয়ে জন্মাতে চাই।'
এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক। মধ্যপ্রদেশের গোয়ালিওরের কার্তিকের বাবা-মা দুই জনেই ডাক্তার।
বায়োটেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অভিনেতা। কিন্তু মনে মনে চিরকালই অভিনয় করতে চেয়েছিলেন।
শোনা যায়, ক্লাস কামাই করে দুই ঘণ্টা ধরে সফর করে অডিশন দিতে যেতেন তিনি।
ইউনিভার্সিটিতে পড়ার সময় মডেলিং শুরু করেন কার্তিক। একের পর এক অডিশনে ব্যর্থ হয়ে অভিনয়ের কোর্সও করেন।
তবে মা-বাবার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন একেবারে প্রথম ছবি সই করে তারপর।
লভ রঞ্জনের 'পেয়ার কা পঞ্চনামা' ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ কার্তিকের। তখন তাঁর কলেজের তৃতীয় বর্ষ।
২০২২ সালের মে মাসে মুক্তি পায় 'ভুল ভুলাইয়া ২'। ব্লক বাস্টার এই ছবি বিশ্বজুড়ে ২৬২.০৪ কোটি টাকার ব্যবসা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -