Happy Birthday Kiara Advani: 'কবীর সিং' থেকে 'ভুল ভুলাইয়া ২', এক ঝলকে কিয়ারার সফল ছবিগুলি
Kiara Advani: এই সমস্ত সুপার হিট ছবির পর মুক্তির অপেক্ষায় কিয়ারার একাধিক ছবি। ভিকি কৌশল ও ভূমি পেডনেকরের সঙ্গে কিয়ারাকে এরপর গোবিন্দা মেরা নাম ছবিতে দেখা যাবে।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
৩১ জুলাই। ৩০-এ পা দিলেন এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী কিয়ারা আডবাণী।
2/10
বলিউড ডিভার জন্মদিনে ফিরে দেখা যাক, তাঁর এ পর্যন্ত সফল সিনেমাগুলির ঝলক।
3/10
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'কবীর সিং' বিপুল পরিমাণে সমালোচিত হলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করে। কিয়ারার কেরিয়ারের সবচেয়ে সফল ছবি এটি।
4/10
ছবিতে একজন মেডিক্যাল ছাত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি যে এক জেদি, বদমেজাজি ছেলের প্রেমে পড়ে। প্রেমিকের চরিত্রে শাহিদ কপূর। এই ছবি বক্স অফিসে ৩৮০ কোটি টাকার ব্যবসা করে।
5/10
অনীস বাজমী পরিচালিত কিয়ারার দ্বিতীয় হরর-কমেডি ছবি 'ভুল ভুলাইয়া ২'। কোভিড পরবর্তী বক্স অফিসে ২৭০ কোটি টাকার ব্যবসা করে।
6/10
ছবিতে তাঁর সঙ্গে কার্তিক আরিয়ান ও তাবু ছিলেন। ছবিতে রীত ঠাকুর নামে এক চরিত্রে অভিনয় করেন, যে পরিবারের সামনে মৃত হওয়ার ভান করে।
7/10
'ধর্মা প্রোডাকশনস' প্রযোজিত কিয়ারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'যুগ যুগ জিও'।
8/10
কর্মরতা স্ত্রী, যে তাঁর দীর্ঘদিনের প্রেমিক-স্বামীর থেকে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেনস, এমন এক চরিত্রে দেখা যায় কিয়ারাকে। দর্শকের কাছ থেকে ভালই প্রতিক্রিয়া পায় এই ছবি।
9/10
ক্যাপ্টেন বিক্রম বাত্রা জীবনের ওপর নির্ভর করে তৈরি 'শেরশাহ' ছবিতে কিয়ারা আডবানীকে দেখা যায় সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে। ছবিতে সিদ্ধার্থ অভিনীত বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল চীমার ভূমিকায় দেখা যায় তাঁকে। ছবিটি 'আইফা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড' পায়।
10/10
রাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা ঘরানার 'গুড নিউজ' ছবিতে কিয়ারার সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার, করিনা কপূর ও দিলজিৎ দোসানজকে। ছবিটি বক্স অফিসে ৩০০ কোটি টাকার ব্যবসা করে।
Published at : 31 Jul 2022 12:09 PM (IST)