Happy Birthday Kiara Advani: বহুমূল্য পোশাক থেকে ব্যাগ, ফ্যাশন নিয়ে সচেতন কিয়ারা আডবাণী
ফাইল ছবি
1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। আজ তাঁর জন্মদিন।
2/10
তিনি কিয়ারা আডবাণী। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই বলিউডে সাফল্য পেয়েছেন কিয়ারা। কবির সিং ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
3/10
অভিনয়ের পাশাপাশি কিয়ারার ফ্যাশন নিয়েও আগ্রহী তাঁর অনুরাগীরা।
4/10
আজ অভিনেত্রীর জন্মদিনে জেনে নিন তাঁর ফ্যাশন সম্পর্কিত নানা অজানা।
5/10
কিয়ারার পরনে এই সোয়েটশার্টের দাম ৬২ হাজার টাকা।
6/10
কিয়ারার পায়ে এই জুতোর দাম ৫০ হাজার টাকা।
7/10
দিল্লিতে গুড নিউজ ছবির প্রমোশনে ৭০ হাজার টাকা দামের স্নিকার পরেছিলেন কিয়ারা।
8/10
ক্রোসবডি স্লিং ব্যাগ বরাবরই পছন্দের অভিনেত্রীর। নিজের জন্মদিনেই একবার এই ব্যাগ নিতে দেখা গিয়েছিল তাঁকে। যার দাম ৩.৫ লক্ষ টাকা।
9/10
কিয়ারার পরনে এই জ্যাকেটের দাম ১ লক্ষ টাকা।
10/10
ব্র্যান্ডেড জুতো পরতেও পছন্দ করেন কিয়ারা। অভিনেত্রীর পায়ে এই জুতোর দাম ৪৬ হাজার টাকা।
Published at : 31 Jul 2021 12:32 PM (IST)