Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Happy Birthday Lara Dutta: কতদূর পড়াশোনা করেছেন লারা দত্ত? জানুন আরও অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী লারা দত্তর। বলিউডে দীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৩ সালে 'আন্দাজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় লারা দত্তর। প্রথম ছবির জন্যই একাধিক পুরস্কার জিতে নেন তিনি।
২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা দত্ত। এই তথ্য জানা থাকলেও এটা কি জানেন, সৌন্দর্য প্রতিযোগিতায় সবথেকে বেশি নম্বর পাওয়া প্রতিযোগী ছিলেন তিনিই। জানা যায়, বেশিরভাগ বিচারকই তাঁকে ৯.৯৯ স্কোর দিয়েছিলেন।
মিস ইউনিভার্সের খেতাব জেতার পর তিনি কেবলমাত্র সৌন্দর্যের দিক থেকেই ইতিহাস তৈরি করেননি। পাশাপাশি সবথেকে বেশি বুদ্ধিমতী প্রতিযোগী হিসেবেও মিস ইউনিভার্সের তালিকায় নিজের নাম তোলেন।
একাধিক ভাষায় কথা বলতে পারেন লারা দত্ত। হিন্দি এবং ইংরেজি ছাড়াও পঞ্জাবি, কন্নড়, ফরাসি ভাষায় তুখোড় অভিনেত্রী।
জানা যায়, একবার এক ফ্যাশন ম্যাগাজিনে লারা দত্তের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। অভিনেত্রী সেই ম্যাগাজিনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন।
লারা দত্তের বাবা ছিলেন একজন উইং কমান্ডার। বাবা হিন্দু হলেও তাঁর মা ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। শুধু তাই নয়, লারা দত্তের বড় দিদি এয়ারফোর্সের অফিসার।
শোনা যায়, মহেশ ভূপতিকে বিয়ে করার আগে অভিনেতা-মডেল কেলি ডর্জির সঙ্গে সম্পর্কে ছিলেন লারা দত্ত। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
পড়াশোনাতেও তুখোড় ছিলেন লারা দত্ত। অর্থনীতি নিয়ে তিনি স্নাতক হন।
বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লারা দত্ত। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -