Lara Dutta Birthday: অর্থনীতিতে স্নাতক, ৪৬ বছর বয়সী প্রাক্তন 'মিস ইউনিভার্স' লারা সম্পর্কে কিছু আকর্ষণী তথ্য
১৬ এপ্রিল ৪৬ পূর্ণ করলেন অভিনেত্রী লারা দত্ত। যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে বয়সের নিরিখে প্রায় অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে লারা দত্ত শিরোনামে আসেন ২০০০ সালে 'মিস ইউনিভার্স' খেতাব জিতে। ছবি: ইনস্টাগ্রাম
প্রথম ভারতীয় নারী হিসেবে ১৯৯৪ সালে এই তকমা জেতেন সুস্মিতা সেন। দ্বিতীয় ভারতীয় নারী লারা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম
মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী। এছাড়া খেলাধুলোয় বিশেষত জাতীয় স্তরে বাস্কেটবল খেলেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
একাধিক ভাষায় সাবলীল লারা। ইংরেজি, হিন্দি, পাঞ্জাবী ও কন্নড় অন্যতম। ফলে একাধিক আঞ্চলিক ভাষায় তিনি অনায়াসে সিনেমা করার সুযোগ পেয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
অভিনেত্রী ছাড়াও লারা দত্ত উদ্যোগপতি। 'ভীগি বসন্তি এন্টারটেনমেন্ট' নামক এক প্রযোজনা সংস্থায় সহ মালিকানা রয়েছে তাঁর। এছাড়া স্কিনকেয়ার ব্র্যান্ড 'আরিয়াস বিউটি' লঞ্চ করেন ২০১৯ সালে। ছবি: ইনস্টাগ্রাম
একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত তিনি। একাধিক দাতব্য সংস্থা ও তাদের উদ্যোগকে সমর্থন করেন। এছাড়া গরিব শিশুদের পড়াশোনা ও উন্নতির জন্যও কাজ করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
২০০৩ সালে 'আন্দাজ' ছবির হাত ধরে বলিউডে নায়িকা হিসেবে পা রাখেন তিনি। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম
অভিনয়ে যদিও তিনি ডেবিউ করেন ২০০২ সালে। তামিল ছবি 'আরাসতচি'তে একটি ছোট্ট চরিত্রে তাঁকে দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম
বেশি কেউ জানেন না, তবে লারা দত্ত নাকি অর্ধেক-স্কটিশ। তাঁর বাবা হিন্দু পাঞ্জাবী পরিবারের, তবে তাঁর মা জেনিফার দত্ত, স্কটিশ খ্রিস্টান। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -