Happy Birthday Manushi Chillar: 'বিউটি উইথ ব্রেন' মানুষী চিল্লারের প্রতিভা কত জানেন? জন্মদিনে অজানা তথ্য
আজ জন্মদিন মিস ওয়ার্ল্ড এবং বলিউড অভিনেত্রী মানুষী চিল্লারের। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে দেশকে গর্বিত করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীঘ্রই মুক্তি পাবে মানুষী চিল্লারের প্রথম বলিউড ছবি 'পৃথ্বীরাজ'। এই ছবিতে তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার এক কথায় বিউটি উইথ ব্রেন। তাঁর বাবা একজন চিকিৎসক এবং বিজ্ঞানী। তাঁর মা-ও একজন চিকিৎসক। মানুষী চিল্লার নিজেও গাইনোকলজিস্ট হতে চেয়েছিলেন। সোনিপতের কলেজ থেকে এমবিবিএস পড়েন।
মডেলিং কিংবা অভিনয়ই শুধু নয়। মানুষী চিল্লার একজন অসাধারণ নৃত্যশিল্পীও। বহু নামী নৃত্যশিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
নানা প্রতিভার অধিকারী মানুষী চিল্লার। তিনি কবিতা লিখতে ভালোবাসেন। ফাঁকা সময়ে ছবি আঁকতেও পছন্দ করেন।
সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করা ছিল মানুষী চিল্লারের স্বপ্ন। তিনি স্বপ্ন দেখতেন মিস ওয়ার্ল্ড হওয়ার। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, সৌন্দর্য প্রতিযোগিতায় যোগদানের জন্য একটা বছর পড়াশোনা বন্ধ রাখেন তিনি।
অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি টান রয়েছে মানুষী চিল্লারের। স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিং, স্নরকেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়ে থাকেন।
সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা জাগানোর নানা কাজ করে থাকেন মানুষী চিল্লার। মহিলাদের পিরিয়ডস সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক প্রচারও করেন।
অভিনয় করতে ভালোবাসেন মানুষী চিল্লার। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অংশও নেন।
পড়শোনাতে তুখোড় ছিলেন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। ইংরেজিতে অসাধারণ দক্ষ ছিলেন ছোটবেলা থেকেই। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময়ে সারা দেশের মধ্যে সিবিএসই টপার হন। আজ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -