Happy Birthday Preity Zinta: প্রীতি জিন্টা সম্পর্কে অজানা তথ্য, চমক দেবে তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকে মানবিক উদ্যোগ
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার। একাধিক মন ভালো করা ছবিতে অভিনয় করে বহু দর্শকের প্রিয় অভিনেত্রী তিনি। আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব ছোট বয়সেই বাবাকে হারান প্রীতি জিন্টা। অভিনেত্রীর বয়স যখন মাত্র ১৩ বছর, তখন একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর বাবা মারা যান। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হন প্রীতি জিন্টার মা। দুর্ঘটনার পর প্রায় দুটো বছর শয্যাশায়ী ছিলেন তিনি।
১৯৯৬ সালে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে প্রীতি জিন্টার সঙ্গে দেখা হয় এক নামী পরিচালকের। তাঁর হাত ধরেই বিজ্ঞাপনের জগতে প্রথমবার মুখ দেখান প্রীতি। এরপর একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের এই মিষ্টি অভিনেত্রীকে।
পরের বছরই একটি অডিসনে শেখর কপূরের সঙ্গে দেখা হয় প্রীতি জিন্টার। অডিশনে অভিনেত্রীকে দেখার পরই তাঁকে অভিনয়ে আসার প্রস্তাব দেন তিনি।
'কেয়া কহেনা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল প্রীতি জিন্টার। কিন্তু ছবিটি মুক্তি পেতে অনেক সময় নেয়। তার আগেই মুক্তি পায় তাঁর ছবি 'দিল সে'।
একাধিক ছবির জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতি জিন্টা। হিন্দি ছাড়াও দক্ষিণী ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি।
ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক হন প্রীতি জিন্টা। পরবর্তীকালে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে।
ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল প্রীতি জিন্টার। বিশেষ করে বাস্কেটবল খেলতে তিনি খুবই পছন্দ করতেন.
শোনা যায়, সকালে একেবারেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতেন না প্রীতি জিন্টা। শ্যুটিংয়ে দেরি করে আসার জন্য় নানা সময়ে পরিচালকদের কাছে বকুনিও খেতে হত তাঁকে।
একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন বড় মনের মানুষও প্রীতি জিন্টা। নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষার জন্য অনেক কাজ করেন তিনি। ২০০৯ সালে নিজের জন্মদিনে ৩৪টি মেয়ের পড়াশোনা, খাদ্য এবং পোশাকের দায়িত্ব নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -