Happy Birthday Rajkummar Rao: 'সিটিলাইটস' থেকে 'নিউটন', ভিন্ন চরিত্রে নজরকাড়া রাজকুমার, জন্মদিনে শুভেচ্ছা
৩৮-এ পা দিলেন রাজকুমার রাও। একাধিক ছবির কাজ হাতে তিনি এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'লভ সেক্স অউর ধোকা' ছবির হাত ধরে বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখেন রাজকুমার রাও।
এই ছবির চরিত্র, আদর্শ হওয়ার জন্য় মাত্র ১ মাসে ৬ কেজি ওজন কমিয়েছিলেন রাজকুমার। বক্স অফিসে ভালই ব্যবসা করে এই ছবি।
এরপর ২০১১ সালে একতা কপূরের প্রযোজনায় 'রাগিনী এমএমএস' ছবিতে অভিনয় করেন। এটিও ভালই ব্যবসা করে।
ওই বছরেই এরপর বিজয় নায়ারের 'শয়তান' ছবিতে কাজ করেন রাজকুমার। পুলিশ অফিসারের চরিত্রে তাঁকে দেখা যায়।
রাজকুমারের প্রথম ছবির অভিনয় পছন্দ করে পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর 'গ্যংস অফ ওয়াসেপুর ২' ছবিতে সুযোগ দেন তাঁকে।
এরপর ২০১২ সালে 'চিটাগং', 'তলাশ: দ্য এনসার লাইস উইদিন'-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে।
২০১৩ সালে অমিত সাধ ও সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁকে 'কাই পো চে' ছবিতে দেখা যায়। বহু প্রশংসিত হয় ছবিটি।
২০১৩ সালে 'শাহিদ' ছবির জন্য রাজকুমার রাও সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান।
রাজকুমার অভিনীত ছবির দীর্ঘ তালিকায় 'ক্যুইন', 'সিটিলাইটস', 'নিউটন', 'ওমার্টা', 'শাদি মে জরুর আনা', 'স্ত্রী' ইত্যাদি উজ্জ্বল বেশ কিছু নাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -