Happy Birthday Ranveer Singh: 'লেডিস ভার্সেস রিকি বহেল' কিংবা 'এইট্টি থ্রি', একনজরে রণবীর সিংহের সেরা ছবির তালিকা
আজ জন্মদিন বলিউড অভিনেতা রণবীর সিংহের। একঝলকে তাঁর সেরা কিছু ছবির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রণবীর সিংহ। প্রথম ছবি থেকেই নজর কাড়েন। তারপর আর পিচনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।
২০১১ সালে মুক্তি পায় 'লেডিস ভার্সেস রিকি বহেল'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় চার অভিনেত্রীকে। পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা, দিপান্বিতা শর্মা এবং অদিতি শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। এই ছবিতে অভিনয়ের পর থেকে অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন রটে। যদিও রণবীর কিংবা অনুষ্কা কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসেননি।
'গোলিও কি রাসলিলা রামলীলা'। এই ছবির নাম নিয়ে শুরুতে নানা বিতর্ক দেখা দেয়। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধেন রণবীর সিংহ। ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জিতে নেয়।
'গুন্ডে' ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় রণবীর সিংহ এবং অর্জুন কপূরকে। দুই তারকার জমজমাটি পারফরম্যান্স এবং গান 'গুন্ডে' ছবিকে বক্স অফিসে সফল করে তোলে।
ফের পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবিতে জুটি বেঁধে দেখা যায় রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনকে। 'বাজিরাও মস্তানি'তে জুটি বাঁধেন তাঁরা। গান থেকে ছবির গল্প দুইই হিট হয়।
'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে। বিপরীতে অনস্ক্রিন পার্টনার দীপিকা পাড়ুকোন। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবিতে অভিনয় করেন শাহিদ কপূরও।
পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্সে যোগ দেন রণবীর সিংহ। তাঁর 'সিম্বা' ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যায় অভিনেতাকে। বিপরীতে নবাগতা সারা আলি খান।
রণবীর সিংহের কেরিয়ারের অন্যতম ছবি 'গাল্লি বয়'। এই ছবির গানগুলিও অত্যন্ত জনপ্রিয় হয়। প্রথমবার খেলাধুলো কেন্দ্রিক ছবিতে দেখা যায় রণবীর সিংহকে। 'এইট্টি থ্রি' ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেন।
চলতি বছর ইতিমধ্যেই রণবীর সিংহের একটি ছবি মুক্তি পেয়েছে। 'জোয়েসভাই জোরদার' ছবিটি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। শোনা যাচ্ছে, চলতি বছর মুক্তি পাবে তাঁর ছবি 'সার্কাস'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -