Riteish Deshmukh Birthday: বাবা ছিলেন রাজনীতিবিদ, নিজে ডিগ্রিধারী স্থাপত্যশিল্পী, একনজরে রীতেশের অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা ছাড়াও রীতেশ দেশমুখের অন্য একটি কেরিয়ারও রয়েছে। তিনি একজন ডিগ্রিধারী আর্কিটেক্ট। মুম্বইয়ের এক নামকরা কলেজ থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন।
আর্কিটেকচারাল এবং ইন্টেরিয়র ডিজাইনের একটি ফার্ম রয়েছে রীতেশ দেশমুখের। তিনিই সেটির মালিক।
রীতেশ দেশমুখের পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে। তাঁর প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দুই ভাইও রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
সকলেই জেনেলিয়া ডিসুজার সঙ্গে রীতেশ দেশমুখের প্রেমের কথা জানেন। কিন্তু জানেন কি, জেনেলিয়ার সঙ্গেই একই ছবিতে বলিউডে ডেবিউ হয় তাঁর।
বিয়ের আগে জেনেলিয়ার সঙ্গে প্রায় এক দশক সম্পর্কে ছিলেন রীতেশ। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
একবার রীতেশ ফাঁস করেছিলেন যে, তিনি জেনেলিয়াকে 'জেনি' বলে ডাকেন। আর অভিনেত্রী তাঁকে ডাকেন 'ঢোলু' বলে।
অভিনয় করা ছাড়াও ছবি প্রযোজনাও করেন রীতেশ দেশমুখ। আর এখন তিনি পরিচালনাও করছেন।
বহু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে রীতেশ দেশমুখকে। 'ওম শান্তি ওম', 'মস্তিজাদে', 'ড্রিম গার্ল' এবং আরও অনেক ছবিতে স্বল্প চরিত্রে নজর কাড়েন।
শীঘ্রই মুক্তি পাবে তাঁর প্রথম পরিচালিত ছবি 'বেদ'। রীতেশ দেশমুখকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -