Riteish Deshmukh Birthday: বাবা ছিলেন রাজনীতিবিদ, নিজে ডিগ্রিধারী স্থাপত্যশিল্পী, একনজরে রীতেশের অজানা তথ্য
রীতেশ দেশমুখ
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
অভিনেতা ছাড়াও রীতেশ দেশমুখের অন্য একটি কেরিয়ারও রয়েছে। তিনি একজন ডিগ্রিধারী আর্কিটেক্ট। মুম্বইয়ের এক নামকরা কলেজ থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন।
3/10
আর্কিটেকচারাল এবং ইন্টেরিয়র ডিজাইনের একটি ফার্ম রয়েছে রীতেশ দেশমুখের। তিনিই সেটির মালিক।
4/10
রীতেশ দেশমুখের পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে। তাঁর প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দুই ভাইও রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
5/10
সকলেই জেনেলিয়া ডিসুজার সঙ্গে রীতেশ দেশমুখের প্রেমের কথা জানেন। কিন্তু জানেন কি, জেনেলিয়ার সঙ্গেই একই ছবিতে বলিউডে ডেবিউ হয় তাঁর।
6/10
বিয়ের আগে জেনেলিয়ার সঙ্গে প্রায় এক দশক সম্পর্কে ছিলেন রীতেশ। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
7/10
একবার রীতেশ ফাঁস করেছিলেন যে, তিনি জেনেলিয়াকে 'জেনি' বলে ডাকেন। আর অভিনেত্রী তাঁকে ডাকেন 'ঢোলু' বলে।
8/10
অভিনয় করা ছাড়াও ছবি প্রযোজনাও করেন রীতেশ দেশমুখ। আর এখন তিনি পরিচালনাও করছেন।
9/10
বহু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে রীতেশ দেশমুখকে। 'ওম শান্তি ওম', 'মস্তিজাদে', 'ড্রিম গার্ল' এবং আরও অনেক ছবিতে স্বল্প চরিত্রে নজর কাড়েন।
10/10
শীঘ্রই মুক্তি পাবে তাঁর প্রথম পরিচালিত ছবি 'বেদ'। রীতেশ দেশমুখকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 17 Dec 2022 09:32 PM (IST)