Happy Birthday Salman Khan: জন্মদিনে একনজরে বলিউড সুপারস্টার সলমন খানের সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য
আজ জন্মদিন বলিউডের ভাইজান সলমন খানের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন সলমন খান। কিন্তু জানেন কি তিনি অভিনেতা হতেই চাননি। বরং, লেখক হতে চেয়েছিলেন ভাইজান।
কেরিয়ারের শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করতে হয় সলমন খানকে। জানা যায়, স্ট্রাগল করার দিনগুলোয় তিনি কখনও বাবার নাম ব্যবহার করতেন না। ছবিতে কাজ করার আগে অডিশন দিতেন। এবং নিজের যোগ্যতায় কাজ পাওয়ার চেষ্টা করতেন।
চাইনিজ খাবার খেতে খুবই ভালোবাসেন সলমন খান। মুম্বইয়ের চায়না গার্ডেনের চাইনিজ খাবার তাঁর অত্য়ন্ত পছন্দের।
অত্যন্ত সৌখিন প্রকৃতির মানুষ তিনি। সাবানের প্রতি আলাদা পছন্দ রয়েছে সলমন খানের। তাঁর স্নানঘরে একাধিক রকমের সাবান থাকে বলে জানা যায়।
ছোটবেলায় খুব ভালো সাঁতার কাটতেন সলমন খান। একাধিকবার তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি যদি অভিনেতা না হতেন, তাহলে পেশাদার সাঁতারু হতেন।
এক সময়ে ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগেছেন সলমন খান। এই রোগকে সুইসাইড ডিজিজও বলা হয়ে থাকে।
'বাজিগর' ছবিতে দারুণ সাফল্য পান শাহরুখ খান। কিন্তু জানেন কি, এই ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সলমন খান। কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না বলে তিনি এই ছবিতে কাজ করতে চাননি।
১৯৯১ সালে মুক্তি পায় 'সাজন'। সলমন খান বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন, সেই সময়ে তিনি দিনে ৩৫টি করে রুটি খেতেন।
অসাধারণ চিত্রশিল্পীও বটে সলমন খান। আমির খানের বাড়িতে গেলে অভিনেতার নিজের হাতের আঁকা ছবি দেখতে পাওয়া যায়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বলিউডের ভাইজানকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -