Happy Birthday Shaan: জনপ্রিয় গায়ক শানের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
আজ জন্মদিন জনপ্রিয় গায়ক শানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসাধারণ গানের গলা তার সঙ্গে মিষ্টি হাসি দিয়ে অগণিত অনুরাগীর মনে জায়গা করে নিয়েছেন শান। বলিউড এবং বাংলা তাঁর দীর্ঘ কেরিয়ার।
কখনও কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি শানকে। বরং, নিজের কাজটাই মন দিয়ে করতে দেখা যায় তাঁকে। সঞ্চালনা থেকে লাইভ শো, সমস্ত কিছুই দক্ষতার সঙ্গে করে থাকেন।
শানের আসল নাম শান্তনু মুখোপাধ্যায়। বাংলা, হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। কন্নড়, কোঙ্কনি, পঞ্জাবি, নেপালি, ইংরেজি, ওড়িয়া, মালায়লম, তেলুগু, মরাঠি এবং অসমিয়া ভাষায় বহু গান গেয়েছেন শান।
গানের পরিবারেই জন্ম শানের। তাঁর ঠাকুরদা জহর মুখোপাধ্যায় ছিলেন একজন স্বনামধন্য গীতিকার। তাঁর বাবা মানস মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। শান নিজে জনপ্রিয় এবং নামী গায়ক। তাঁর বোন সাগরিকাও গায়িকা।
শানের যখন মাত্র ১৩ বছর বয়, তখন তাঁর বাবা মানস মুখোপাধ্যায় প্রয়াত হন। এরপর তাঁর মা-ই তাঁকে বড় করে তোলেন। গায়িকা হিসেবে কাজ শুরু করেন তাঁর মা।
বিজ্ঞাপনের জিঙ্গলস দিয়ে কেরিয়ার শুরু হয় শানের। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর একাধিক জনপ্রিয় গানের রিমিক্স ভার্সনে গান গাইতে থাকেন শান।
২০০০ সালে তাঁর বেশ কিছু অ্যালবাম ব্যাপক হিট হয়। কেরিয়ারের একেবারে শুরুতে তাঁর লেখা ও গাওয়া 'তানহা দিল' এবং 'ভুল যা' দারুণ জনপ্রিয়তা পায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
একবার এক সাক্ষাৎকারে শান বলেন, 'আমার যখন পাঁচ বছর বয়য়, তখন আমি একটি বাংলা কবিতার অ্যালবাম করি। এরপর জিঙ্গলস গাওয়া শুরু করি।'
আন্তর্জাতিক স্তরের গায়কদের সঙ্গে কাজ করা স্বল্প সংখ্যক ভারতীয় গায়কদের মধ্যে একজন শান। আজ তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -