Shahid Kapoor Birthday: স্টার কিড হয়েও বার-বার প্রত্যাখ্যাত, একনজরে শাহিদ কপূরের কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন
আজ জন্মদিন বলিউড অভিনেতা শাহিদ কপূরের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার কিড হলেও বলিউডে কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে শাহিদ কপূরকে। প্রথম ছবি পাওয়ার আগে অন্তত ১০০বার তাঁকে প্রত্যাখ্যাত হতে হয়েছে। বিভিন্ন সাক্ষাতকারে শাহিদ কপূর বলে থাকেন যে, তাঁর কাছে অডিশনে যাওয়ার মতো টাকাও ছিল না।
২০০৩ সালে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় শাহিদ কপূরের। তাঁকে দেখা যায় 'ইশক ভিশক' ছবিতে। বলিউডে ডেবিউ হওয়ার আগে বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন তিনি। যেহেতু শাহিদ কপূর একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তাই নয়ের দশকের বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাজ পাচ্ছিলেন। কিন্তু নায়ক হিসেবে তিনি কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না।
একটি ভিউজিক ভিডিওতে নজর কাড়েন শাহিদ কপূর। সেখানেই তাঁকে প্রথমবার দেখেন প্রযোজক রমেশ তুরানি। কিন্তু অভিনেতাকে দেখে তাঁর মনে হয় যে, নায়ক হিসেবে আত্মপ্রকাশের জন্য অত্যন্ত কম বয়স শাহিদের। শুধু তাই নয়, তাঁর ওজনও বেশি হবে না। তাই তিনি অভিনেতাকে কিছুদিন অপেক্ষা করতে বলেন। এরপর প্রথম ছবির সুযোগ আসে।
প্রথম ছবিতেই বেস্ট মেল ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ কপূর। এরপর আর তাঁকে অপেক্ষা করতে হয়নি। সূরজ বরজাতিয়ার 'বিবাহ' থেকে ইমতিয়াজ আলির 'যব উই মেট' কিংবা বিশাল ভরদ্বাজের 'কমিনে', একের পর এক ছবি করতে থাকেন।
শাহিদ কপূরের 'মাসুম' ছবিটি বক্স অফিসে বিশেষ ভালো সাফল্য পায়নি। কিন্তু এই ছবির জন্যই তিনি প্রথম বলিউড অভিনেতা যিনি আমেরিকান এফ১৬ এয়ারক্রাফ্টে উড়েছেন। আরও ভালো করে বললে, রীতিমতো এই বিমান চালানো শিখেছিলেন শাহিদ। প্রায় এক মাস ধরে ট্রেনিং নিয়েছিলেন।
সকলেই জানেন শাহিদের পদবি কপূর। কিন্তু জানেন কি, তিনি পারপোর্টে নিজের পদবি খট্টর লেখেন। পঙ্কজ কপূর এবং নীলিমা আজমের পুত্র শাহিদ। অভিনেতার বয়স যখন মাত্র ৩, তখনই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। পঙ্কজ কপূর মুম্বই পাড়ি দেন এবং সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন। মায়ের সঙ্গেই থাকতেন শাহিদ। এরপর তাঁর মা অভিনেতা রাজেশ খট্টরকে বিয়ে করেন। এবং শাহিদ কপূর তাঁদের সঙ্গেই থাকতেন। সেই কারণেই দুটো পদবিই ব্যবহার করেন শাহিদ।
'লাইফ ইজ ফেয়ার' বইটি শাহিদ কপূরের জীবনে বড় পরিবর্তন আনে। ওই বইটি পড়ার পর শাহিদ কপূর আমিষ খাবার খাওয়া ছেড়ে দেন। মাংস পরিত্যাগ করে সম্পূর্ণ নিরামিশাষী হয়ে যান।
স্টার কিড হলেও পড়াশোনা করাকালীন বলিউডে কোনও তারকা সন্তানের সঙ্গেই বন্ধুত্ব ছিল না শাহিদ কপূরের। বলিউডের বাইরেই নিজের জগত ছিল তাঁর।
শোনা যায়, শ্রদ্ধা কপূর এবং জেনেলিয়া ডিসুজাকে বাদ দিলে, নিজের ছবির সমস্ত নায়িকাদের সঙ্গেই নাকি সম্পর্ক গড়ে উঠত শাহিদ কপূরের। তা অমৃতা রাও হোক কিংবা করিনা কপূর খান, বা প্রিয়ঙ্কা চোপড়া কিংবা বিদ্যা বালান। শাহিদ কপূরকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -