Avoid Thyroid: থাইরয়েডে কী মেনে চলা উচিত ? কোন খাবারটা একদমই নয় ?
Take Care in Thyroid: থাইরয়েডে কী মেনে চলা উচিত ? কোন খাবারটা একদমই নয় ? চলুন জেনে নেওয়া যাক।
থাইরয়েডে কী মেনে চলা উচিত ? কোন খাবারটা একদমই নয় ?
1/10
থাইরয়েডের সমস্যা থাকলে , প্রথমে অনেকেই এটি গুরুত্ব দেন না। কিন্তু এটা বেড়ে গেলে ভয়াবহ আকার ধারণ করে।
2/10
এই রোগে শুধু ওষুধ খেলেই হয় না, যথেষ্ট পুষ্টিকর খাবার খেতে হয়। এবার সঙ্গে যদি ইউরিক অ্যাসিড থাকে, তাহলে জোড়া বিপত্তি।
3/10
থাইরয়েড যেহেতু হরমোনের ভারসাম্যকে নষ্ট করে, এই কারণে যাদের থাইরয়েড আছে , তাদের অনেক খাবারই বুঝে খেতে হয়।
4/10
পুষ্টিবিদরা বলেছেন,যাদের থাইরয়েডের সমস্যা আছ, প্যাকেটজাত বা প্রসেস ফুড থেকে দূরে থাকা উচিত।
5/10
বাধাকপি , ফুলকপি , ব্রকোলি, ছোলা থাইরয়েডের সমস্যা বাড়িয়ে তোলে, তাই সতর্ক থাকুন।
6/10
থাইরয়েড বেড়ে গেলে দুগ্ধজাত খাবার, যেমন পনির, চিজ ডায়েট থেকে বাদ দিন।
7/10
চিনি, রান্না করা গাজর, মধু, ময়দার রুটি, সাদা পোস্ত, মিষ্টি শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায়।
8/10
থাইরয়েড থাকলে এগুলি কম খান। চা , কফি সফট ড্রিঙ্ক যতোটা সম্ভব এড়িয়ে চলুন।
9/10
কপার এবং আয়রণ দুটিই থাইরয়েডের সঙ্গে যুদ্ধ করতে অন্যতম উপাদান। মাংস, গমের আটা, কাজু, কোকোতে প্রচুর পরিমাণে কপার রয়েছে।
10/10
সবুজ শাক সবজি, সামুদ্রিক মাছ, পোলট্রির ডিমে রয়েছে আয়রণ। এগুলি মেনে চললেই আপনি থাইরয়েডের মোকাবিলা করতে পারবেন।
Published at : 25 Feb 2023 08:13 AM (IST)