Happy Birthday Shilpa Shetty: শিল্পা শেট্টির আসল নাম কী? জানুন আরও অনেক অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার এক নামকরা পত্রিকায় শিল্পার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশিত হয়। অভিনেত্রী সেই পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিনয়েই শুধুমাত্র দক্ষ নন শিল্পা শেট্টি। খেলাধুলোতেও তিনি সমান পারদর্শী। জানা যায়, স্কুলের বেসবল দলের ক্যাপ্টেন ছিলেন অভিনেত্রী।
শিল্পা শেট্টি এবং তাঁর বোন শমিতা শেট্টি দুজনেই বলিউড অভিনেত্রী। বিভিন্ন তথ্য অনুযায়ী বলা হয়, শেট্টি সিস্টার্সই প্রথম সিবলিং, যাঁরা একসঙ্গে বলিউডে ছবি করেছেন।
আমেরিকার জনপ্রিয় টিভি শো 'বিগ ব্রাদার'-এ অংশগ্রহণ করেন শিল্পা শেট্টি। সেখানে বর্ণবৈষম্যের শিকারও হন তিনি।
একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন শিল্পা শেট্টি। তবে, শুধু অভিনয়ই নয়, একাধিক ভাষা দুর্দান্তভাবে বলতে পারেন অভিনেত্রী। হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলুগু,মরাঠি, গুজরাটি, কন্নড় ভাষায় তুখোড় তিনি।
শিল্পা শেট্টির আসল নাম মোটেই এটি নয়। তাঁর আসল নাম অশ্বিনী শেট্টি। গ্ল্যামার জগতে প্রবেশের পর তিনি শিল্পা নাম নেন। এবং সেই নামেই জনপ্রিয় হয়ে ওঠেন।
বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের আগে একাধিক সম্পর্কে ছিলেন শিল্পা। সঙ্গীত পরিচালক সন্দীপ চৌটার সঙ্গেও তাঁর নাম জড়ায়।
অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচেও পারদর্শী শিল্পা শেট্টি। মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়, হেমা মালিনীর মতো ক্লাসিকাল ডান্সে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কারণে পড়াশোনা বেশিদূর করা হয়নি শিল্পার। জানা যায়, ক্লাস টেন পর্যন্ত পড়ার পর তিনি মডেলিং কেরিয়ারে পা রাখেন। এবং যতদিন না পর্যন্ত অভিনয়ের সুযোগ পান, তিনি মডেলিং কেরিয়ারেই মন দেন।
শিল্পা শেট্টির ফিটনেস সম্পর্কে কারও অজানা নয়। ফিট থাকার জন্য নিয়ম মেনে তিনি নিজে যেমন শরীরচর্চা করেন, তেমন অনুরাগীদেরও শরীরচর্চা করার প্রেরণা যোগান। শিল্পা শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -