Happy Birthday Shreya Ghoshal: কার সুপারিশে 'দেবদাস'-এ প্লেব্যাকের সুযোগ পান শ্রেয়া?
অনেকের মতে, তাঁর কণ্ঠ লতা মঙ্গেশকরের মতোই সুন্দর। জীবনের প্রথম প্লেব্যাকও ছিল লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। ছোট থেকে সঙ্গীতচর্চাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বর্তমানে বলিউডের অন্যতম সেরা সঙ্গীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে এই বঙ্গকন্যার। শ্রেয়া ঘোষাল। আজ তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৪ বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন শ্রেয়া। ইচ্ছা ছিল সঙ্গীতশিল্পী হওয়ার। ৬ বছর বয়স থেকে শুরু হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ১৬ বছর বয়সে একটি গানের রিয়্যালিটি শো -এ যোগ দেন ও বিজয়ী হন শ্রেয়া।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বঙ্গকন্যা শ্রেয়াকে। মুম্বইয়ের কলেজে আনবিক শক্তি নিয়ে পড়াশোনা শুরু করলেও কেবল গানের টানে কেরিয়ারের মোড় ঘুরিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা শুরু করেন শ্রেয়া।
তাঁর প্রথম বলিউডে কাজ শাহরুখ খান- ঐশ্বর্য্য রাই ও মাধুরী দিক্ষীত অভিনীত দেবদাস ছবি। এই ছবিতেই একাধিক প্লেব্যাকের সুযোগ পান শ্রেয়া। প্রথম ছবিতেই বাজিমাত।
শ্রেয়া ঘোষালের গাওয়া 'বৈরি পিয়া' আর 'ডোলা রে' তখন ফিরছে দর্শকদের মুখে মুখে। কিন্তু এই সুযোগের পিছনে ছিল একটি মজার গল্প।
রিয়্যালিটি শোর যেই সিজনে শ্রেয়া ঘোষাল জয়ী হন, সেটি নিয়মিত দেখতেন সঞ্জয় লীলা বনশালির মা লীলা বনশালি। তিনিই প্রথম সঞ্জয় লীলা বনশালিকে শ্রেয়ার কথা বলেন।
একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে অনায়াসেই শ্রোতাদের মনে জায়গা পাকা করে নিয়েছেন শ্রেয়া। তাঁর সদ্য মুক্তি পাওয়া গান ‘অঙ্গনা মোরে’ তৈরি করেছে নতুন রেকর্ড।
ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শ্রেয়া জানান, তিনি অন্তঃস্বত্ত্বা। সঙ্গে লেখেন মিষ্টি ক্যাপশান - 'শ্রেয়াদিত্য আসার অপেক্ষায়' । ছবি সৌজন্যে - শ্রেয়া ঘোষালের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -