Happy Birthday Sohail Khan: পছন্দ ক্যামেরার পিছনে থাকা, ব্যর্থ সম্পর্ক, একনজরে সলমনের ছোট ভাই সোহেল
সোহেল খান
1/10
আজ জন্মদিন সলমন খানের ভাই সোহেল খানের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
'খান' পরিবারের সদস্য হয়েও যেন কিছুটা আড়ালেই চিরকাল থেকে গেলেন সোহেল খান। অভিনয়ের থেকে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন পরিচালনা, প্রযোজনায়।
3/10
১৯৯৭ সালেই বলিউডে আত্মপ্রকাশ হয় সোহেল খানের। কিন্তু অভিনেতা হিসেবে নয়। বরং কেরিয়ারের শুরুতেই তিনি পরিচালনাকে বেছে নেন। 'অউজার' ছবি দিয়ে পরিচালনায় হাতে খড়ি হয় সোহেলের। ছবিটিতে অভিনয় করেছিলেন সলমন খান, সঞ্জয় কপূর, শিল্পা শেট্টিরা।
4/10
সলমন খানের জনপ্রিয় ছবি 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিটির পরিচালক সোহেল। সলমন ছাড়াও এই ছবিতে অভিনয় করেন আরবাজ খান এবং কাজল। সোহেলের কেরিয়ার বদলে দেওয়া ছবি ছিল এটি।
5/10
২০০২ সালে অভিনয়ে আত্মপ্রকাশ হয় সোহেল খানের। নবাগতা সমীরা রেড্ডির বিপরীতে 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' ছবিতে অভিনয় করেন। প্রছম ছবি হিট হলেও পরবর্তীকালে অভিনেতা হিসেবে সেভাবে নজর কাড়তে পারেননি।
6/10
সলমন খানের সঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া', 'সালাম- এ-ইশক','টিউবলাইট' ও আরও কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই ভাই।
7/10
শুধু ছবি পরিচালনা কিংবা প্রযোজনাই নয়, লেখক হিসেবেও কাজ করেছেন সোহেল খান। 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া', 'হ্যালো ব্রাদার'-এর মতো ছবিও তাঁরই লেখা।
8/10
ছোট পর্দার একাধিক অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। ক্যামেরার সামনের থেকে তাঁর পছন্দ ক্যামেরার পিছনে থাকা।
9/10
'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির সেটেই সীমা সচদেবের সঙ্গে দেখা হয় সোহেল খানের। এরপর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন দুজনে।
10/10
কিন্তু ছবির মতো এই সম্পর্ক টেকেনি। দীর্ঘদিন বিবাহিত জীবন কাটানোর পর আলাদা হয়ে যান তাঁরা।
Published at : 20 Dec 2022 09:49 AM (IST)