Tabu Birthday: 'মকবুল' থেকে 'দৃশ্যম', যে কোনও ধরনের চরিত্রে সমান সাবলীল তব্বু
যে কোনও ধরনের জটিল ও সমস্যার মধ্যে থাকা নারী চরিত্র অনায়াসে পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন তব্বু। তা মূলধারার বাণিজ্যিক ছবি হোক বা স্বাধীন ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর ঝুলিতে সফল ও দুর্দান্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। তবে অনেকেই জানেন না যে তিনি একাধিক বক্স অফিস সফল ও প্রশংসিত ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। জন্মদিনে ফিরে দেখা তাঁর কিছু স্মরণীয় কাজ।
১৯৮২ সালে মুক্তি পায় 'বাজার' ও ১৯৮৫ সালে মুক্তি পায় 'হম নওজওয়ান'। এই দুই ছবিতেই তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন।
১৯৯১ সালে তেলুগু ছবি 'কুলি নং ১'-এর হাত ধরে নায়িকার চরিত্রে ডেবিউ করেছিলেন তব্বু। বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। বলিউডে তাঁর প্রথম ছবি, ১৯৯৪ সালের 'পহেলা পহেলা পেয়ার'। ওই বছরই, অজয় দেবগের সঙ্গে 'বিজয়পথ' ছবিতে কাজ তাঁকে প্রধান নারী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে।
২০০৩ সালে মুক্তি পায়, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'মকবুল'। উইলিয়াম শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে তৈরি এই ছবিতে তব্বুর চরিত্রের নাম ছিল নিম্মি। ইরফান খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ভূয়সী প্রশংসা পান।
২০১৪ সালে মুক্তি পায় 'হায়দার'। এটিও শেক্সপিয়রের নাটক থেকে তৈরি। 'হ্যামলেট' অবলম্বনে তৈরি হয় ছবিটি। কাশ্মীরের প্রেক্ষাপটে ছবিতে হায়দারের মায়ের চরিত্রে দেখা যায় তব্বুকে। ছেলের প্রতি ভালবাসা, স্বামীর প্রতি আনুগত্যের মধ্যে টানাপোড়েনে তব্বুর গায়ে কাঁটা ধরানো অভিনয়, এখনও মানুষের মনে টাটকা।
২০০০ সালে মুক্তি পায় 'অস্তিত্ব'। একজন মহিলা, যাঁর এক গোপন অতীত রয়েছে, সেই চরিত্রে অভিনয় তব্বুকে সমালোচকদের প্রশংসা এনে দেয়। এই ছবির শ্যুটিং হিন্দি ও মরাঠি ভাষায় একসঙ্গে হয়েছিল। এই ছবির জন্য একাধিক সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
২০০১ সালে মুক্তি পায় 'চাঁদনি বার'। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে দ্বিতীয় জাতীয় পুরস্কার পান তিনি। ডান্স বারের অন্ধকারে বন্দি এক অসহায় নারীর চরিত্রে দেখা যায় তাঁকে। সহজ-সরল মেয়ে থেকে কীভাবে ধূর্ত মহিলায় পরিণত হয় এই চরিত্র, সেই অভিনয় মুগ্ধ করে দর্শককে।
২০০৬ সালে মুক্তি পায় 'দ্য নেমসেক'। অবিস্মরণীয় হলিউড ডেবিউ করেন তব্বু এই ছবির হাত ধরে। বিদেশ গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এক ভারতীয়কে যার পরিবারের কেউ আগে কখনও আমেরিকা যায়নি। দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র তব্বু।
অভিনেত্রীর প্রথম সারির কাজগুলির মধ্যে অবশ্যই থাকবে 'দৃশ্যম' ছবিটি। ২০১৫ সালের এই ছবি বিখ্যাত মলয়ালি ছবির রিমেক। একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাঁকে যিনি নিজেরই ছেলের খুনের কিনারা করার দায়িত্ব নেন। বিপরীতে অজয় দেবগণের টক্করে অভিনয়, দর্শকের জন্য 'ভিজ্যুয়াল ট্রিট'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -