Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Nepal Earthquake Death Toll Latest Update: বিরাট বড় ধাক্কা, ধ্বংসস্তূপ একাধিক এলাকা, গা শিউরে ওঠে ওঠা ছবি নেপালে
শুক্রবার রাত তখন ১১টা ৩৯ মিনিট। কেঁপে উঠল প্রতিবেশি দেশের মাটি। তার রেশ এসে পড়ল এদেশেও। ভূকম্প অনুভূত হল রাজধানী দিল্লিতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্বত্য নেপালে ভূমিকম্প নতুন কিছু নয়। এর আগেও বহিবার কেঁপে উঠেছে নেপালের মাটি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূকম্পনগুলির নেপথ্যে থাকে দু’টি প্লেটের সঞ্চারণ। যে প্লেটগুলির ওপরই মহাদেশ ও মহাসাগরগুলির অবস্থান।
শুক্রবারের কম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের একাধিক এলাকা। ভেঙে পড়েছে বাড়ি, নেমেছে ভূমিধস। ধ্বংসস্তূপের নিচ থেকে বের হচ্ছে একের পর এক মৃতদেহ।
পার্বত্য প্রতিবেশী দেশে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুমিছিল। শুক্রবার (৩ নভেম্বর) গভীর রাতে নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে প্রায় 128 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। আহত শতাধিক
শুক্রবার মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে পাটনা, কলকাতাও। রাতে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ।
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। কিন্তু কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি, গাজিয়াবাদ, বিহার, কলকাতার বাসিন্দারাও।
সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বহু মানুষ নিখোঁজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -