Happy Birthday Urmila Matondkar: পরিচালকের সঙ্গে সম্পর্ক থেকে রাজনীতিতে পা, একনজরে ঊর্মিলার অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় ঊর্মিলা মাতন্ডকরের। শিশুশিল্পী হিসেবে বলিউড জার্নি শুরু হয় তাঁর।
১৯৮৯ সালে 'চাণক্য' ছবিতে কমল হাসানের বিপরীতে অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। যদিও সেটি ছিল মালায়লম ছবি। বলিউডে নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয় নরসিংহ' ছবি দিয়ে।
ঊর্মিলা মাতন্ডকরের কেরিয়ারে 'রঙ্গিলা' ছবিটি মাইলস্টোন হয়ে থাকবে। পরিচালক রামগোপাল ভার্মা এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে মনে করা হয়। ছবিটির জন্য তিনি প্রশংসিত হন এবং সেরা অভিনেত্রীর একাধিক পুরস্কারও পান।
বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যায়, একসময় নাকি পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন ঊর্মিলা। যদিও এই সম্পর্কের কথা তিনি কখনও স্বীকার করেননি।
ঊর্মিলা মাতন্ডকর শুধুই একজন অসাধারণ অভিনেত্রী নন। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও। তাঁর নাচের প্রশংসা বিনোদন জগত জুড়ে। বহু ছবি সমালোচকও তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ঊর্মিলার বলিউড কেরিয়ার দীর্ঘ। নানা ধরনের বহু ছবিতে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। 'রঙ্গিলা' ছাড়াও 'ভূত', 'এক হাসিনা থি', 'বস এক পল', ''কৌন'', 'ইন্ডিয়ান' এবং আরও অনেক ছবিতে তিনি প্রশংসামূলক অভিনয় করেন।
এক বছরে ৬টা ছবিতে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা আদায় করেছেন ঊর্মিলা। যদিও তার মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে ব্যর্থও হয়।
রাজনীতিতেও যোগ দিয়েছেন ঊর্মিলা। নির্বাচনেও প্রতিযোগী হয়েছেন।
'চায়না গেট' ছবির 'ছাম্মা ছাম্মা'র মতো আইটেম সং-এ ঊর্মিলার নাচ আজও মনে রাখেন দর্শকেরা। বলিউড অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -