Happy Birthday Vaani Kapoor: ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন বাণী কপূর? রইল অজানা তথ্য
ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন বাণী কপূর? রইল অজানা তথ্য
বাণী কপূর
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী বাণী কপূরের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
হৃত্বিক রোশন কিংবা রণবীর কপূর, বলিউডের তাবড় নায়কদের বিপরীতে দেখা গিয়েছে বাণী কপূরকে। শেষবার তাঁকে পর্দায় দেখা যায় রণবীর কপূরের বিপরীতে 'শামশেরা' ছবিতে। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও পর্দায় নজর কাড়েন বাণী।
3/10
একেবারেই ভিন্ন পড়াশোনা ও কেরিয়ার থেকে রুপোলি পর্দার জগতে এসেছেন বাণী কপূর। জানা যায়, অভিনেত্রী ট্যুরিজম নিয়ে স্নাতক হন। এরপর ওবেরয়, আইটিসির মতো হোটেলে ইন্টার্নশিপ করেন।
4/10
পাঁচতারা হোটেলে ইন্টার্নশিপ করার সময়ই তিনি ছবির জগতে কাজ করার তাগিদ অনুভব করেন। ঠিক করেন, চাকরি ছেড়ে অভিনয় নিয়েই কেরিয়ার গড়বেন।
5/10
হোটেলের চাকরি ছেড়ে ছবির জগতে কাজ করার মাঝের সময়টায় মডেলিং করতে শুরু করেন বাণী। জানা যায়, অভিনেত্রীর মডেল হওয়ার ইচ্ছায় খুশি ছিলেন না তাঁর বাবা। কিন্তু মায়ের সমর্থনে বড় বড় ফ্যাশন হাউজে কাজ করেন তিনি।
6/10
বাণী কপূরের প্রথম বড় পর্দার ছবি ছিল 'যশরাজ ফিল্মস'-এর সঙ্গে। তাঁকে প্রথমবার পর্দায় দেখা যায় 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবিতে। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন পরিণীতি চোপড়া ও সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে।
7/10
ডেবিউ ছবি দিয়েই দর্শকদের মন জিতে নেন বাণী কপূর। 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবির জন্য় একাধিক বিভাগে পুরস্কার পান।
8/10
একটি ছবিতে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন বাণী কপূর? জানা আছে টাকার অঙ্কটা? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ছবি পিছু ১ থেকে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।
9/10
সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন বাণী কপূর। ৬৪ লক্ষ টাকা দিয়ে নতুন একটি মার্সিডিজ বেঞ্জ কিনেছেন অভিনেত্রী।
10/10
বাণী কপূর অভিনীত 'ওয়ার' ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এটি তাঁর কেরিয়ারের অন্যতম সফল ব্যবসায়ীক ছবি। বাণী কপূরকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 23 Aug 2022 02:44 PM (IST)