Happy Birthday Vikrant Massey: জন্মদিনে ফিরে দেখা বিক্রান্ত মেসির অন্যতম সেরা ১০ ছবি
২০১৩ সালে 'লুটেরা' ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেন। রণবীর সিংহের বন্ধুর চরিত্রে দেখা যায় তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সালে মাল্টিস্টারার 'দিল ধড়কনে দো' ছবিতে দেখা যায় তাঁকে।
২০১৭ সালে মুক্তি পায় 'এ ডেথ ইন দ্য গঞ্জ' ছবিতে। পরিচালক ছিলেন কঙ্কনা সেনশর্মা।
২০২০ সালে মুক্তি পায় 'ছপাক'। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে দেখা যায় তাঁকে।
২০২০ সালে মুক্তি পায় 'ডলি কিট্টি অউর উও চমকতে সিতারে'। তাঁর চরিত্রের নাম ছিল প্রদীপ কুশওয়াহা।
২০২০ সালেই মুক্তি পায় 'গিনি ওয়েডস সানি'। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে ইয়ামি গৌতমের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় 'রামপ্রসাদ কি তেহরভি'। রাহুল যোশির চরিত্রে দেখা যায় তাঁকে।
২০২১ সালেই মুক্তি পায় 'হসিন দিলরুবা'। তাপসী পন্নুর সঙ্গে এই ছবিতে দেখা যায় তাঁকে এক অন্য ধরনের চরিত্রে।
২০২১ সালেই মুক্তি পায় '১৪ ফেরে'। বিয়ে, সম্পর্ক, প্রেম সবকিছু নিয়ে এই ছবি তৈরি। বিপরীতে ছিলেন কৃতী খরবন্দা।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'গ্যাসলাইট'। কপিল তাঁর চরিত্রের নাম। অভিনয়ে ছিলেন সারা আলি খানও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -