Happy Birthday Zayed Khan: এষা দেওলের সঙ্গে কী সম্পর্ক জায়েদ খানের? জানুন আরও অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেতা জায়েদ খানের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'চুরা লিয়া হ্যায় তুমনে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জায়েদ খান। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।
তবে, বি টাউনে জায়েদ খানের ছবির তালিকা দীর্ঘ নয়। রুপোলি পর্দার জগতে কিছু বছর কাজ করার পর অন্য কাজে মন দেন অভিনেতা।
শাহরুখ খান, সুস্মিতা সেন, অমৃতা রাওয়ের সঙ্গে 'ম্যায় হুঁ না' ছবিতে নায়কের চরিত্রে দেখা যায় জায়েদ খানকে। এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম হিট ছবি ছিল।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'চুরা লিয়া হ্যায় তুমনে' নয়, বরং 'ম্যায় হুঁ না' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হত জায়েদ খানের। কিন্তু কিং খানের চোট লাগার কারণে ছবি তৈরি হতে দেরি হয়।
জায়েদ খানের ব্যক্তিগত জীবনও যেন সিনেমার মতো। ছোটবেলার প্রেমিকা মালাইকা পারেখের সঙ্গে বিবাহিত জীবন শুরু করেন। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে স্বামী-স্ত্রীর একাধিক রোম্যান্টিক ছবি নজর কাড়বে।
জায়েদ খানের বাবা সঞ্জয় খান চেয়েছিলেন ছেলে আইনজীবী হোক। কিন্তু ছেলে বেছে নিয়েছিলেন রুপোলি পর্দার জগত। এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, 'বাবা সবসময় আমাকে আইনজীবী হিসেবে দেখতে চাইতেন। কিন্তু আমি কখনও এমনটা ভাবিনি। কারণ, সেই সময় আমি বেশিরভাগ সময়টাই কাটাতাম সেটে, স্টুডিওতে। আমি অনুভব করতাম যে, আমি অসাধারণ একজন অভিনেতা হতে পারি। তাই একরকম ঠিকই করে নিয়েছিলাম যে, অভিনেতা হওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না।'
বেশ কিছু বছর আগে একবার শ্যুটিংয়ের সেটে আগুন লাগার ফলে জায়েদ খানের শরীরের অনেকটা পুড়ে গিয়েছিল। সেই সময় থেকে তাঁর বাবা-মা কখনও তাঁকে আগুনের কাছে ঘেঁষতে দেননি। এমনকি ঝুঁকিপূর্ণ কোনও স্টান্টও করতে দিতে চাইতেন না। কিন্তু 'ব্লু' ছবির শ্যুটিংয়ের সময় এমনই একটি ঝুঁকিপূর্ণ স্টান্টের দৃশ্য ছিল। আর বাবা-মা-কে লুকিয়েই সেই দৃশ্যে অভিনয় করেন জায়েদ খান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন সে কথা।
স্কুলজীবনের প্রেমিকা মালাইকাকে চার-বার বিয়ের প্রস্তাব দেন জায়েদ খান। আর পাল্টা মালাইকাও অভিনেতাকে চারটি আংটি পরান।
একই স্কুলে পড়াশোনা করতেন জায়েদ খান এবং এষা দেওল। তাঁরা একে অপরের ছোটবেলার বন্ধুও। পরবর্তীকালে পর্দায় তাঁরা জুটিও বাঁধেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -