Raj Kaushal Mandira Bedi: কেমন মানুষ ছিলেন রাজ কৌশল? মৃত্যুর পর তাঁর এই পুরনো ছবি ভাইরাল
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মারা যান অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশল। ছবি সৌজন্য- মানব মঙ্গলানী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুবান্ধবরা যখন তাঁর মৃত্যুর শোকে বিহ্বল, তখন সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে রাজ কৌশলের পুরনো ছবি ভাইরাল হয়। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
মৃত্যুর সময় রাজ রেখে গেলেন স্ত্রী মন্দিরা এবং দুই সন্তানকে-- এক ছেলে ও এক মেয়ে। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
এই ছবি থেকে স্পষ্ট, বাবা হিসেবে ছেলেমেয়ের খুব কাছের মানুষ ছিলেন রাজ কৌশল। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ছবি প্রচুর রয়েছে। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
সন্তানদের সঙ্গে খুনসুটিতে মশগুল রাজ। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
অতিমারীর সময় তোলা একটি ছবিতে রাজ বলেছিলেন, আশেপাশের মানুষের সঙ্গে সহমর্মিতা দেখানোর বিষয়টি ইতিমধ্যেই রপ্ত করে নিয়েছে তাঁর সন্তানরা। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
১৯৯৯ সালে রাজ-মন্দিরার বিয়ে হয়। ২০১১ সালে প্রথম সন্তান পুত্র বীরের জন্ম হয়। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
২০২০ সালে কন্যা তারাকে দত্তক নেন এই দম্পতি। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
বুধবার ভোররাতে মারা যান রাজ কৌশল। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
অতীতের অ্যালবাম থেকে নেওয়া এই ছবিতে রাজকে দেখা যাচ্ছে সন্তানদের সঙ্গে। ছবি সৌজন্য- রাজ কৌশলের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -