Women's Day 2021: এবছর বলিউডে মুক্তি পাবে এই নারী-কেন্দ্রিক ছবিগুলি

এবছর বলিউডে মুক্তি পাবে এই নারী-কেন্দ্রিক ছবিগুলি

1/9
বলিউড অভিনেত্রীদের জন্য বিশেষ হতে চলেছে ২০২১ সাল। এবছর, অনেক নারী-কেন্দ্রিক ছবি মুক্তি পেতে চলেছে। আজ নারী দিবসের দিন, দেখে নেওয়া যাক সেই ছবিগুলির ঝলক।
2/9
এই শ্রেণিতে সবার প্রথমে কঙ্গনা রানাউত অভিনীত ছবি 'থলাইভি' মুক্তি পাচ্ছে আগামী মাসেই। ছবিটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।
3/9
দ্বিতীয় নম্বরে রয়েছে পরিনীতি চোপড়া অভিনীত 'সাইনা'। এই ছবিতে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিটিও ব্যাডমিন্টন তারকার বায়োপিক হতে চলেছে।
4/9
এরপর আসছে আলিয়া ভট্ট অভিনীত 'গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি' ছবি। যৌনপল্লি থেকে রাজনীতির মঞ্চ পর্যন্ত গঙ্গবাঈ-এর সফর এই ছবির মূল প্রেক্ষাপট। ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
5/9
'রশ্মি রকেট' ছবিতে তাপসী পান্নুকে এক অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে। রাজস্থানের একটি ছোট্ট গ্রাম থেকে এসে জাতীয় স্তরের অ্যাথলিট হওয়া একটি মেয়ের গল্প হল 'রশ্মি রকেট'।
6/9
বর্তমানে 'তেজস' ছবির শ্যুটিং করছেন কঙ্গনা। এই ছবির প্রেক্ষাপট এক মহিলা সেনাকর্মীর জীবন।
7/9
ভারতীয় প্রমীলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি, তিনি মিতালি রাজের লুক দেওয়া পোস্টার শেয়ার করেছেন।
8/9
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বর্তমানে মধ্যপ্রদেশে নিজের নতুন ছবি 'শেরনী'-র শ্যুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি, জঙ্গলের মধ্যে ছবির শ্যুটিংও করেছেন তিনি।
9/9
পরবর্তী ছবি 'ধকড়'-এর প্রস্তুতিও সেরে রাখছেন কঙ্গনা। সেখানে তাঁকে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। এটিই হতে চলেছে বলিউডের প্রথম মহিলা অ্যাকশন ফিল্ম।
Sponsored Links by Taboola