Women's Day 2021: এবছর বলিউডে মুক্তি পাবে এই নারী-কেন্দ্রিক ছবিগুলি
বলিউড অভিনেত্রীদের জন্য বিশেষ হতে চলেছে ২০২১ সাল। এবছর, অনেক নারী-কেন্দ্রিক ছবি মুক্তি পেতে চলেছে। আজ নারী দিবসের দিন, দেখে নেওয়া যাক সেই ছবিগুলির ঝলক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই শ্রেণিতে সবার প্রথমে কঙ্গনা রানাউত অভিনীত ছবি 'থলাইভি' মুক্তি পাচ্ছে আগামী মাসেই। ছবিটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।
দ্বিতীয় নম্বরে রয়েছে পরিনীতি চোপড়া অভিনীত 'সাইনা'। এই ছবিতে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিটিও ব্যাডমিন্টন তারকার বায়োপিক হতে চলেছে।
এরপর আসছে আলিয়া ভট্ট অভিনীত 'গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি' ছবি। যৌনপল্লি থেকে রাজনীতির মঞ্চ পর্যন্ত গঙ্গবাঈ-এর সফর এই ছবির মূল প্রেক্ষাপট। ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
'রশ্মি রকেট' ছবিতে তাপসী পান্নুকে এক অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে। রাজস্থানের একটি ছোট্ট গ্রাম থেকে এসে জাতীয় স্তরের অ্যাথলিট হওয়া একটি মেয়ের গল্প হল 'রশ্মি রকেট'।
বর্তমানে 'তেজস' ছবির শ্যুটিং করছেন কঙ্গনা। এই ছবির প্রেক্ষাপট এক মহিলা সেনাকর্মীর জীবন।
ভারতীয় প্রমীলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি, তিনি মিতালি রাজের লুক দেওয়া পোস্টার শেয়ার করেছেন।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বর্তমানে মধ্যপ্রদেশে নিজের নতুন ছবি 'শেরনী'-র শ্যুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি, জঙ্গলের মধ্যে ছবির শ্যুটিংও করেছেন তিনি।
পরবর্তী ছবি 'ধকড়'-এর প্রস্তুতিও সেরে রাখছেন কঙ্গনা। সেখানে তাঁকে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। এটিই হতে চলেছে বলিউডের প্রথম মহিলা অ্যাকশন ফিল্ম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -