Anant Radhika Wedding: বিচ্ছেদের জল্পনা বাড়িয়ে অনন্ত-রাধিকার বিয়েতে একাই এলেন হার্দিক, জাহ্নবীর পাশাপাশি রইলেন শিখর
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ উপলক্ষ্যে এক ফ্রেমে গোটা অম্বানি পরিবার। ছেলে মেয়েদের নিয়ে এক ফ্রেমে নীতা অম্বানি ও মুকেশ অম্বানি। বরবেশে রয়েছেন অনন্ত, আর রয়েছেন আকাশ অম্বানি, শ্লোকা মেটা, ইশা অম্বানি ও আনন্দ পিরামল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅম্বানিদের পরিবারের বিয়ে মানেই তো শেখানে তৈরি হয় কতরকমের গল্প। অনন্ত অম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে একসঙ্গে এলেন, পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিলেন জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া। এটাই যে তাঁদের সম্পর্কের সিলমোহর।
ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে অনন্ত-রাধিকার বিয়েতে এলেন সারা আলি খান। সঙ্গে সবুজ লেহঙ্গায় হাজির ছিলে খুশি কপূরও।
বিবাহ-বিচ্ছেদের জল্পনা আরও জোরাল করে রাধিকা-অনন্তের বিয়েতে একাই এলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। একটি বেজ রঙের ভারি কাজের শেরওয়ানি পরেছিলেন তিনি।
রাধিকা অনন্তের বিয়েতে সপরিবারে হাজির মহেন্দ্র সিংহ ধোনি। সবুজ লেহঙ্গাতে সাজলেন সাক্ষী ধোনি ও ছোট্ট মেয়ে জিভা।
অনন্ত-রাধিকার বিয়েতে সপরিবারে এলেন রজনীকান্ত। ফ্রেমবন্দি হলেন সবাই একসঙ্গে।
সাবেকি পোশাকে বিবাহ বাসরে নজর কাড়লেন জেনেলিয়া ডি'সুজা। নাকে নথনি ও টেনে বাঁধা খোঁপায় অনবদ্য দেখাচ্ছিল জেনেলিয়াকে। তবে একাই এলেন তিনি।
নীল শেরওয়ানিতে রাধিকা-অনন্তের বিয়েতে এলেন সঞ্জয় দত্ত।
ওরি মানেই সবসময়ই যেন অন্যরকম। রঙিন ঝলমলে শেরওয়ানিতে রাধিকা-অনন্তের বিয়েতে তাক লাগালেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওরি।
ঠিক করে দিলেন একে অপরের পোশাক, রাধিকা অনন্তের বিয়েতে নজর কাড়ল প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের রসায়ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -