Heeramandi Teaser Launch: নেটফ্লিক্সে আসছে সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় 'হীরামান্ডি', প্রকাশ্যে প্রথম লুক
বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'হীরামান্ডি' ওয়েব সিরিজের প্রথম টিজার ও লুক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার নেটফ্লিক্সের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশ করা হয় সিরিজের প্রথম লুক।
সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত এই সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), রিচা চাড্ডা (Richa Chadha), মণিষা কৈরালা (Manisha Koirala), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), শরমিন সেহগল (Sharmin Segal), সঞ্জিদা শেখকে (Sanjeeda Shaikh)।
প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে সিরিজের প্রত্যেক অভিনেত্রী হলুদ পোশাকে, এবং গোটা টিজারের ফ্রেমই 'ভিন্টেজ'।
অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ মূলত লাহৌরের গণিকাদের কেন্দ্র করে তৈরি হয়েছে।
নেটফ্লিক্সের তরফে এই টিজার প্রকাশ করে লেখা হয়, 'সঞ্জয় লীলা বনশালীর তৈরি অন্য সময়, অন্য সময়কাল, অন্য একটি জাদুর বিশ্ব, যার অংশ হতে আমাদের তর সইছে না। রইল হীরামান্ডির সুন্দর ও আকর্ষণীয় বিশ্বের ঝলক। শীঘ্রই আসছে।'
অনন্য গল্প বলার ধরন, নান্দনিকতার জন্য খ্যাত সঞ্জয় লীলা বনশালী। 'হীরামান্ডি'র হাত ধরেই ডিজিট্যাল দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি।
পরিচালক বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।'
এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন।
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -