Hena Malini: পছন্দ করতেন ইতিহাস, একাদশ শ্রেণী অবধি পড়েই অভিনয়ে আসেন হেমা
Hema Malini Uodate: হিন্দি ছবিতে সুযোগ, স্বপ্নের নায়কের বিপরীতে অভিনয়, তারপরে বিয়ে। বলিউডের ড্রিম গার্লের সফর স্বপ্নের মতোই।
পছন্দ করতেন ইতিহাস, একাদশ শ্রেণী অবধি পড়েই অভিনয়ে আসেন হেমা
1/10
প্রথম অভিনয় জগতে পা রাখা তামিল ছবির হাত ধরে। সেখান থেকেই নজর কাড়েন তিনি।
2/10
এরপর হিন্দি ছবিতে সুযোগ, স্বপ্নের নায়কের বিপরীতে অভিনয়, তারপরে বিয়ে। বলিউডের ড্রিম গার্লের সফর স্বপ্নের মতোই।
3/10
আজ তাঁর জন্মদিন। ৭৪ বছরে পা দিলেন হেমা মালিনী (Hema Malini)।
4/10
ইতিহাস পড়তে ভালোবাসেন হেমা, একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অভিনয়ে আসেন তিনি।
5/10
১৯৬৩ সালে তামিল ছবি 'ইন্দু সাথিয়াম' ছবির হাত ধরে সিনেমার পর্দায় যাত্রা শুরু হেমার। এরপর ১৯৬৮ সালে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পান হেমা। ছবির নাম ছিল 'স্বপ্নো কা সওদাগর'।
6/10
এরপর একাধিক হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান হেমা। সুযোগ পান মুখ্যচরিত্রেও। সেইসময় বোধহয় তাঁক কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল ধর্মেন্দ্র (Dharmendra)-র বিপরীতে অভিনয় করা।
7/10
ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় হেমার জীবনের অন্যতম বড় সুযোগ
8/10
১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হল বলিউডের এই জুটি। এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই সন্তান। সানি দেওল (Sunny Deol) ও ববি দেওল (Bobby Deol)।
9/10
হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে ইশা দেওল (Isha Deol) ও অহনা দেওল (Ahana Deol)।
10/10
১৯৭৭ সালে 'ড্রিম গার্ল' (Dream Girl) ছবিতে অভিনয় করেছিলেন হেমা। ছবির সাফল্যের পর থেকেই হেমার নামের সঙ্গে যেন জুড়ে যায় 'ড্রিম গার্ল' শব্দবন্ধটি।
Published at : 16 Oct 2022 11:07 AM (IST)