Hena Malini: পছন্দ করতেন ইতিহাস, একাদশ শ্রেণী অবধি পড়েই অভিনয়ে আসেন হেমা
প্রথম অভিনয় জগতে পা রাখা তামিল ছবির হাত ধরে। সেখান থেকেই নজর কাড়েন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর হিন্দি ছবিতে সুযোগ, স্বপ্নের নায়কের বিপরীতে অভিনয়, তারপরে বিয়ে। বলিউডের ড্রিম গার্লের সফর স্বপ্নের মতোই।
আজ তাঁর জন্মদিন। ৭৪ বছরে পা দিলেন হেমা মালিনী (Hema Malini)।
ইতিহাস পড়তে ভালোবাসেন হেমা, একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অভিনয়ে আসেন তিনি।
১৯৬৩ সালে তামিল ছবি 'ইন্দু সাথিয়াম' ছবির হাত ধরে সিনেমার পর্দায় যাত্রা শুরু হেমার। এরপর ১৯৬৮ সালে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পান হেমা। ছবির নাম ছিল 'স্বপ্নো কা সওদাগর'।
এরপর একাধিক হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান হেমা। সুযোগ পান মুখ্যচরিত্রেও। সেইসময় বোধহয় তাঁক কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল ধর্মেন্দ্র (Dharmendra)-র বিপরীতে অভিনয় করা।
ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় হেমার জীবনের অন্যতম বড় সুযোগ
১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হল বলিউডের এই জুটি। এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই সন্তান। সানি দেওল (Sunny Deol) ও ববি দেওল (Bobby Deol)।
হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে ইশা দেওল (Isha Deol) ও অহনা দেওল (Ahana Deol)।
১৯৭৭ সালে 'ড্রিম গার্ল' (Dream Girl) ছবিতে অভিনয় করেছিলেন হেমা। ছবির সাফল্যের পর থেকেই হেমার নামের সঙ্গে যেন জুড়ে যায় 'ড্রিম গার্ল' শব্দবন্ধটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -