Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা
![Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/481804ba5e4f61d8cee6d81cec62f7c560dfe.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/794a785e14693544682bfd2970d77b1a7a870.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে।
![Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা Ram Mandir Inauguration: অযোধ্যায় নৃত্যনাট্যে রামায়ণ, সীতার ভূমিকায় হেমা মালিনীর নাচে মুগ্ধ দর্শকেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/d0e15610c7e080a90475de57c6a95d337e0bb.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
অভিনয়ের পাশাপাশি, হেমা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। ভরতনাট্যমের প্রশিক্ষণ রয়েছে তাঁর। রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা
সীতার চরিত্রে দেখা গেল হেমা মালিনীকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ক (Vishal Nayak)-কে।
এই তারকা সংসাদের পারফরম্যান্স ঘিরে জনগণের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বলিনায়িকার অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়।
পায়ে পায়ে ৭৫ বছর পার করেছেন হেমা। তবে তাঁর নাচ দেখে এদিন মনে হয়, বয়স নেহাৎ সংখ্যামাত্র।
হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়। সেই মতোই, ১৭ তারিখ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি। সীতার ভূমিকায় নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁরই হাতে। অযোধ্যায় রামমন্দিরের যজ্ঞশালার গ্যালারিকে সাজিয়ে তুলেছেন বাঙালি শিল্পীরা। রামায়ণের বিভিন্ন কাণ্ড এবং চরিত্রদের ফুটিয়ে তুলেছেন তাঁরা।
রঙিন আলোর খেলায়, তা হয়ে উঠেছে নয়নাভিরাম। উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে।
রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের হয়েছিল শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -