Himesh Reshammiya Birthday : জন্মদিনে জেনে নিন হিমেশ রেশমিয়ার জীবনের অজানা কিছু গল্প
মাত্র ১৬ বছর বয়সেই মিউজিক্যাল জার্নি শুরু হয় বলিউডের জনপ্রিয় গায়ক-সুরকার-অভিনেতা হিমেশ রেশমিয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুরকার হিসেবে তাঁর প্রথম ছবি ছিল 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'।
১৬ বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশের আগেই তাঁর প্রযোজক হিসেবে ডেবিউ হয়ে যায়। আন্দাজ, অমর প্রেমের মতো বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়াল প্রযোজনা করেন তিনি।
প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন হিমেশ রেশমিয়া।
বলিউডে দীপিকা পাডুকোনের জার্নি শুরু হয় হিমেশ রেশমিয়ার হাত ধরে।
তাঁর প্রথম অ্যালবাম 'আপ কা সুরুর' আজও ভারতের সর্বাধিক বিক্রিত পপ অ্যালবাম।
পাঞ্জাবি গায়ক মিকা সিংহকে প্রথমবার বলিউডে গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন হিমেশ। যদিও তা রিলিজ করেনি।
হিমেশ রেশমিয়া এক বছরে ৩৬টা সুপারহিট গানে সুর দিয়েছেন।
২০১২-তে রিলিজ হওয়া 'হুক্কা বার' গানটি সবথেকে বেশিবার ডাউনলোড করা হয়েছে।
রিয়েলিটি শো থেকে উঠে আসা প্রতিযোগীদের সবথেকে বেশি সুযোগ তিনিই দেন। (সব ছবি সৌজন্য- হিমেশ রেশমিয়া ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -