Hina Khan in Maldives: মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন হিনা খান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তাঁর সঙ্গে আছেন প্রেমিক রকি জয়সোয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হিনা। তাঁর ছুটি কাটানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জলের নীচে হিনার ছবি দেখে তাঁর অনুরাগীরা চোখ সরাতে পারছেন না।
সোশ্যাল মিডিয়ায় হিনার এই ছবি দেখে অভিনব শুক্ল, নিধি উত্তম সহ ছোটপর্দার কয়েকজন তারকারাও নানা মন্তব্য করেছেন।
এর আগেও মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন হিনা। করোনা আবহে বিশ্বের বেশিরভাগ দেশেই পর্যটনে বিধিনিষেধ রয়েছে বলে অনেকেই মলদ্বীপে বেড়াতে যাচ্ছেন। সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন হিনা।
বিগ বস ১৪-তে দেখা গিয়েছিল হিনাকে। তিনি অবশ্য এই শো জিততে পারেননি।
নাগিন ৫-এ দেখা গিয়েছিল হিনাকে। তাঁকে এবার কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনও জানা যায়নি।
জলের নীচে হিনাকে মৎস্যকন্যার মতোই লাগছে বলে মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরা। সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -