একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে হাজির 'হইচই', রইল তালিকা
পায়ে পায়ে পাঁচ। বাংলা ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় পরিচিত নাম 'হইচই'। পাঁচ বছরে পা দিল এই ওয়েব প্ল্যাটফর্মটি। আর সেই উপলক্ষ্যে, একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজের ঘোষণা করল 'হইচই' এর কর্তৃপক্ষ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চোরাবালি' উপন্যাসের গল্প বলতে পর্দায় ফের আসছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে গত সমস্ত সিরিজের মতোই দেখা যাবে দুঁদে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও থাকছেন উষসী রায়, চন্দন সেনের মত অভিনেতারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীকান্ত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ তুলে ধরবে বর্তমান যুগের শ্রীকান্তকে। মুখ্য চরিত্র অর্থাৎ শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু ও রাজলক্ষীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।
মহাভারত মার্ডারস - মহাভারতের চরিত্র দুর্যোধন যদি ২১ শতকে জন্ম নিতেন? আর তারপর দ্রৌপদী ও পাণ্ডবদের খোঁজ নিতে গিয়ে করে চলতেন একের পর এক খুন! কেমন হত সেই গল্প? এমনই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে 'মহাভারত মার্ডারস'-এর গল্প।
একেন বাবু (পর্ব ৫) - একটি হিরে চুরি এবং একেনবাবুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে ফের হাজির অনির্বাণ চক্রবর্তী। এবারের গল্পের প্রেক্ষাপট শান্তিনিকেতন। পর্বের নাম, 'শান্তিনিকেতনে সংকট মোচন'।
ত্রৈলোক্য - দেবারাণি মুখোপাধ্যায়ের গল্প 'রাঢ় কাহিনি' অবলম্বনে তৈরি হচ্ছে ঐলোক্য। এক বাঙালি মহিলার সিরিয়াল কিলিং-এর গায়ে কাঁটা দেওয়া গল্প বলবে এই ছবি।
মন্দার - এই সিরিজের হাত ধরেই রুপোলি পর্দায় পরিচালনার দুনিয়ায় পা রাখছেন অনির্বাণ ভট্টাচার্য্য। ম্যাকবেথের গল্প অবলম্বনে তৈরি 'মন্দার' হইচই-এর প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক্যাল। সিরিজে অভিনয় করছেন সোহিনী সরকার।
রুদ্রবীণার অভিশাপ - হইচই এর জনপ্রিয় সিরিজ 'তানসেনের তানপুরা'-এর সিক্যুয়াল হিসেবে ফিরছে রুদ্রবীণার অভিশাপ। আলাপ ও শ্রুতি অর্থাৎ বিক্রম ও রূপসার সঙ্গে এই পর্বে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া রায় ও সৌরভ দাসকে।
মন্টু পাইলট ২ - দেবালয় ভট্টাচার্য্যের ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছেন সৌরভ দাস। নতুন পোস্টারেও রইল চমক।
image 12ক্ষ্যাপা শহর - 'মার্ডার ইন দ্য হিলস'-এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পরিচালনা ও অভিনয়ে পা রেখেছেন অঞ্জন দত্ত। আর একবার কলকাতার প্রেক্ষাপটে তাঁর পরিচালিত নতুন ওয়েব সিরিজ ক্ষ্যাপার শহর আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
গোরা - ঋত্বিক চক্রবর্তী ডিজিটাল দুনিয়ায় পা রাখছেন এই ওয়েব সিরিজের হাত ধরেই। সাহানা দত্ত পরিচালিত একটি গোয়েন্দা ওয়েব সিরিজ এটি।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে 'উত্তরণ'। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। একটা এমএমএস ফাঁস হয়ে কীভাবে বদলে যায় একজন ঘরোয়া গৃহবধূর জীবন, সেই গল্পই বলবে 'উত্তরণ'
'তকদির'-এর সাফল্যের পর সইয়দ আহমেদ শাকবির নতুন ওয়েব সিরিজ আসছে 'কারাগার'। এই গল্পের প্রেক্ষাপটও হল জেল। বাংলাদেশে তৈরি হবে এই সিরিজ।
স্বপনকুমারের লেখা অবলম্বনে তৈরি হচ্ছে নতুন সিরিস বটতলার গোয়েন্দা।
বাংলাদেশের এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে 'হইচই'-তে। একজন হমিসাইড গোয়েন্দাকে নিয়ে আবর্তিত হয়েছে গল্পের মোড়।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বাংলাদেশের এই সিরিজটি মুক্তি পাবে 'হইচই'-তে
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে
দুটি মেয়ের মধ্যে সামাজিক সম্পর্ক ও টানাপোড়েনকে তুলে ধরে বাংলাদেশের ওয়েব সিরিজ 'সাবরিনা'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -