Holi 2021: বিয়ের প্রথম বছর নিকের সঙ্গে কেমন হোলি কাটিয়েছিলেন প্রিয়ঙ্কা? দেখুন ছবি
একে বিয়ের প্রথম বছর, তারপর হোলির মত উৎসব। তাই আনন্দের জোয়ারে গা ভাসাতে এতটুকুও খামতি রাখেননি নিক-প্রিয়ঙ্কা। বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে চুটিয়ে দোল উৎসবে সামিল হয়েছিলেন এই পাওয়ার কপিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের প্রথম বছর আম্বানি হাউসে হোলি উৎসবে মেতেছিলেন নিক-প্রিয়ঙ্কা।
রঙ খেলার সময় বেশ কিছুক্ষণ তাঁরা যেন নিজেদের মধ্য়েই ডুবেছিলেন।
নিক-প্রিয়াঙ্কার সঙ্গে রঙের উৎসবে সামিল হয়েছিলেন ক্য়াটরিনা কাইফও।
এই বিশেষ দিনটিতে দেখা মিলেছিল সোনালি বেন্দ্রেরও।
প্রিয়ঙ্কার সঙ্গে এদিন পুরো পরিবারও মেতেছিল রঙের উৎসবে।
এই ছবিগুলো থেকেই স্পষ্ঠ এই বিশেষ দিনটি কতটা মজায়-আনন্দে কাটিয়েছিলেন পিগি চপস।
রঙের উৎসবের আগামী দিনগুলোও যাতে খুব ভালো করে কাটাতে পারেন নিক-প্রিয়ঙ্কা, তারই আশায় ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -