Holi 2023: রঙের উৎসবে মাতুন, সঙ্গে রাখুন এই বলিউড 'প্লে লিস্ট'
এই বছর ৭ ও ৮ মার্চ, দোল বা হোলি উদযাপিত হবে। গোটা দেশ মাতবে রঙের উৎসবে। এই বিশেষ দিনে খানিক বলিউডের গান না থাকলে কি জমবে? আপনার হোলি প্লে-লিস্ট সাজিয়ে নিন, সাহায্যে আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'বদরিনাথ কি দুলহনিয়া' - দোল মানে খানিক নাচের গান তো মাস্ট। প্লে লিস্টে রাখতে পারেন বরুণ ধবন ও আলিয়া ভট্টের 'বদরি কি দুলহনিয়া'।
'বলম পিচকারি' - দীপিকা পাড়ুকোন, রণবীর কপূরের 'সুপার ফান' এই গান হোলির প্লে লিস্টে থাকতেই হবে। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির এই গান রঙিন, টাটকা, জনপ্রিয়, উৎসবে আলাদা মাত্রা এনে দেয়।
'লহু মুঁ লগ গয়া' - আবারও দীপিকা পাড়ুকোন, তবে এবার সঙ্গে রণবীর সিংহ। 'রাম লীলা' ছবির গানে যেমন আছে রঙের মজা, তেমনই প্রেমের হালকা ছোঁয়াও। দুর্দান্ত সুর মেজাজই বদলে দেবে হোলি পার্টির।
'তুম তক' - গানের নিরিখে 'রাঞ্ঝনা' ছবির জুড়ি মেলা ভার। সঙ্গীতপ্রেমীর সেই ছবির দোলের এই গান অবশ্যই তাঁদের লিস্টে রাখবেন বলাই বাহুল্য।
'সোনি সোনি আঁখিও ওয়ালি' - বলিউডের প্লে লিস্টে শাহরুখ খান থাকবেন না তা কি সম্ভব? রঙের উৎসবে যদি মনেও লাগে প্রেমের রং তাহলে 'মহব্বতেঁ' ছবির এই গান কিন্তু মাস্ট, সঙ্গে নাচও।
'লেটস প্লে হোলি' - খানিক মশকরা, মজা, হালকা নাচ, সেই সঙ্গে জমিয়ে রং খেলা। সবকিছুর মিশেলে মিলবে 'ওয়াক্ত - দ্য রেস এগেনস্ট টাইম' ছবির এই গানে। কাউকে দেখে আপনারও বলতে ইচ্ছে করতে পারে, 'ডু মি এ ফেভার, লেটস প্লে হোলি'।
'রং বরসে' - দোল উৎসবের চিরসবুজ গান 'সিলসিলা' ছবির 'রং বরসে'। যে গানের কোনও ভূমিকা প্রয়োজন পড়ে না, রঙের উৎসব এই গান ছাড়া অসম্পূর্ণ।
'হোরি খেলে রঘুবীরা' - অমিতাভ বচ্চনের হোলি নিয়ে আরও এক কালজয়ী গান এটি। ছবির নাম 'বাঘবান'। বন্ধু হোক বা পরিজনের সঙ্গে দোল উৎসব পালনের জন্য এই গান অপরিহার্য।
'অঙ্গ সে অঙ্গ লগানা' - দোলের গান নিয়ে আবারও হাজির শাহরুখ খান। 'ডর' ছবির এই গানও হোলির জন্য বেশ জনপ্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -