Holi 2023: দোল উৎসবে মাতোয়ারা গোটা দেশ, রঙিন ছবি পোস্ট তারকাদের

Holi 2023: আজ ৭ মার্চ। গোটা দেশ মেতেছে দোল উৎসবে। রঙিন ছবি সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্ট তারকাদেরও।

দোল ২০২৩

1/10
দোলযাত্রা ২০২৩। মঙ্গলবার গোটা দেশ মেতেছে রঙের উৎসবে। রঙিন আনন্দে সামিল টলিউড তারকারাও।
2/10
সপরিবারে রঙের উৎসবে মাতলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক, মা, ছেলের সঙ্গে খেললেন রং।
3/10
দোল উদযাপনে সামিল টলিউডের তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।
4/10
একে অপরকে রং মাখিয়ে দিলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। পোস্ট করলেন ছবি।
5/10
রঙিন দিনে রঙিন হলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। শেয়ার করলেন ছবি।
6/10
দোলের দিন সকাল সকাল ছবি পোস্ট করেন রাহুলও। সঙ্গী ছেলে সহজ ও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
7/10
হলুদ শাড়ি, গোটা মুখে ভর্তি রং। দুই হাতে দুটো মুখোশ নিয়ে পোজ দিলেন সোহিনী সরকার।
8/10
সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দোলের দিন রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করলেন একটি রিল।
9/10
রাধাকৃষ্ণের পুজো দিয়ে শুরু, তারপর আবির খেলা। দোলের দিনে ছবি পোস্ট করলেন সোমরাজ মাইতি, আয়ুশি তালুকদার।
10/10
গালে হালকা আবির, সাদা পোশাকে দিদি শতরূপার সঙ্গে ছবি পোস্ট করলেন ঋতাভরী চক্রবর্তীও।
Sponsored Links by Taboola