Gleycy Correia Death: টনসিল সার্জারির পর আড়াই মাস কোমায়, সাতাশেই জীবন শেষ ব্রাজিল-সুন্দরীর
টনসিল সার্জারি করিয়েছিলেন। পাঁচ দিনও কাটেনি। শুরু হয় অস্বস্তি। ফের ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। কিন্তু আর ফিরলেন না গ্লেসি করেইয়া। দীর্ঘ ৭৭ দিনের ধরে নিস্তেজ পড়ে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্লেসি করেইয়া, প্রাক্তন মিস ব্রাজিল। এ ছাড়াও একগুচ্ছ সৌন্দর্য প্রতিযোগিতা বিজয়িনী। বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্লেসির। অনেক কষ্ট করে উঠেছিলেন। কিন্তু সাফল্যের স্বাদ পুরোপুরি উপভোগ করার আগেই জীবন শেষ হয়ে গেল।
২০১৮ সালে পর পর দু’টি সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হন গ্লেসি। মিস ইউনাইটেড কন্টিনেন্ট ব্রাজিল এবং মিস কস্টা দো সোল, দু’টি প্রতিযোগিতাই জিতে নেন।
এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। চুটিয়ে মডেলিং করছিলেন। এ ছাড়াও প্রসাধনী ব্যবসায় এবং মেকআপ আর্টিস্ট হিসেবেও হাত পাকিয়েছিলেন। নেটমাধ্যমে নিয়মিত তার আপডেট দিতেন।
এ বছর এপ্রিল মাসে টনসিল অস্ত্রোপচার করান গ্লেসি। কিন্তু অস্ত্রোপচারের পাঁচ দিন পর অবস্থার অবনতি হয়। অস্ত্রোপচারের জেরেই নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে বলে দাবি গ্লেসির পরিবারের।
অস্ত্রোপচারের পর হ্যামরেজের পাশাপাশি গ্লেসি হৃদরোগেও আক্রান্ত হন বলে জানিয়েছেন তাঁর পরিবার। তার পর কোমায় চলে যান।
দীর্ঘ ৭৭ দিন কোমায় ছিলেন গ্লেসি। শেষ মেশ ২০ জুন, সোমবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাত্র ২৭ বছর বয়স হয়েছিল গ্লেসির।
গ্লেসি কোমায় চলে যাওয়ার পর থেকে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন পরিবারের লোকজন। ইনস্টাগ্রামে জিশু খ্রিস্টের ক্রোড়ে গ্লেসির একটি ছবি পোস্ট করেছেন তাঁরা।
ওই পোস্টে গ্লেসিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘প্রাণপণে লড়াই চালিয়ে গিয়েছি আমি। এ বার দৌড় শেষ হল। কিন্তু বিশ্বাস হারাইনি।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -