শাশুড়ির দেওয়া শাড়ি পরে বিয়ে, মধুচন্দ্রিমায় শান্তিনিকেতনে মানালি-অভিমন্যু
১৫ অগস্ট কলম বিয়ে, তার ঠিক মাস দেড়েকের মধ্যেই সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়লেন মানালি দে এবং অভিমন্যু মুখোপাধ্যায়। মালাবদল করে মানালির সিঁথিতে সিঁদুর তুলে দিলেন অভিমন্যু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানালি রূপোলি পর্দার জনপ্রিয় মুখ। প্রথমে ‘কালি আমার মা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে মানালি নিজের প্রথম কাজ হিসেবে তুলে ধরেন জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-কে। তারপর ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’-র মতো ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি। রাজ চক্রবর্তীর প্রোডাকশন ‘নিমকি ফুলকি’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘গোত্র’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এদিকে অভিমন্যু নাম করেছেন টলি ইন্ডাস্ট্রির দরের স্ক্রিনরাইটার হিসেবে। ‘প্রেম আমার’-এর মতো বাজার সফল ছবির স্ক্রিনরাইটার ও সংলাপ তাঁরই লেখা।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সদ্য বিবাহিত এই যুগল মধুচন্দ্রিমা করতে যাচ্ছেন শান্তিনিকেতেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সম্ভবত মানালি যাবেন তাঁরা।
সোমবার পরিচালক অভিমন্যুর বাড়িতে ঘরোয়া পরিবেশেই বিয়ে হয় তারকা যুগলের। গতমাসে রেজিস্ট্রি করার সময় অভিমন্যুর মা থাকতে পারেননি। তবে এই বিয়েতে শাশুড়ির দেওয়া গোলাপি রঙের শাড়ি পরেই বিয়ে করেন মানালি। বন্ধুবান্ধব ছাড়াও পরিবারের বাকি সদস্যরা মানালি আর অভিমন্যুর বিয়ের সাক্ষী ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -