‘শেষ পর্যন্ত তোমাকেই ভালবাসি’, জন্মদিনে গোগোলকে পায়েলের অভিনন্দন, কমেন্টে শুভেচ্ছার বন্যা
গত বছর তাঁদের পরিবারে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। লাদাখের একটি ছোট্ট গ্রামের নামের অনুসরণে ছেলের নাম ‘মিরাক’ রেখেছেন পায়েল ও দ্বৈপায়ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপায়েল ও দ্বৈপায়ন একসঙ্গে কাজ করেছেন একটি টেলিফিল্মে। তারপর সাত পাকে বাঁধা পড়েন এই দুই তারকা।
অন্যদিকে দ্বৈপায়নের জীবনের বড় ব্রেক থ্রু ছিল ‘সুখ’। তারপর ‘এখানে আকাশ নীল’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘অগ্নিপরীক্ষা’, ‘ইচ্ছানদী’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
অতীতে ‘দুর্গা’, ‘বেহুলা’, ‘আলো’, ‘মা দুর্গা’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন পায়েল দে।
টেলিপাড়ায় এই যুগলের প্রেম সেট থেকেই।
নিজেদের একমাত্র সন্তানের সঙ্গে দ্বৈপায়ইনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাবা। লাভ ইউ টু মুন এন ব্যাক।”
দ্বৈপায়ন দাস ওরফে টেলিপাড়ায় পরিচিত গোগোলের আজ জন্মদিন। সাতসকালেই ফেসবুকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দিলেন ‘প্রিয়তমা’ পায়েল দে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -