‘তোমার আগে কিছু ছিল না, পরেও থাকবে না’ দশ বছরের বিবাহবার্ষিকীতে অগ্নিকে নিয়ে প্রেমময় পোস্ট সুদীপার

1/5
বৃহস্পতিবার বিবাহবার্ষিকীতে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে নিয়ে একটি প্রেমময় পোস্ট করেছেন সুদীপা।
2/5
সুদীপা শেষে লিখেছেন, “তোমার আগে কিছু ছিল না, আর তোমার পরেও থাকবে না। আমার সবথেকে বেশি গর্ব হয় বলতে, যে আমি তোমার 'বউ', আর তুমি আমার ‘বর’। এছাড়া আর কিচ্ছু নেই।”
3/5
তিনি আরও লেখেন, “তোমার আগে, তোমাকে ছাড়া যে একটা জীবন ছিল, সেটা কেমন যেন ঝাপসা।”
4/5
বাঙালির রান্নাঘরের কার্যত সুপারস্টার সুদীপা লিখেছেন, “এই তো সেদিন লাঞ্চে ডাকলে, তারপর এলুম আর দশটা বছর কেটে গেল। তোমার ওপর অভিমান করে একটা দিনের জন্যও বাপের বাড়ি বা অন্য কোথাও যাইনি। কত ঝগড়া, অভিমান, ভুল বোঝাবুঝি-কোনও টাই বাসী হতে দাওনি।”
5/5
দেখতে দেখতে এক দশক হয়ে গেল। পরিণয়ের পর দশ বছর কীভাবে কেটে গেল, ভেবেই বিস্মিত সুদীপা চট্টোপাধ্যায়।
Sponsored Links by Taboola