Family Man 2 Starcast Salaries 'দ্য ফ্যামিলি ম্যান ২' সিরিজের কোন অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছেন? দেখুন
মুক্তির পরপরই হিট হয়ে গিয়েছে দ্য ফ্যামিলি ম্যান ২ সিরিজ। অভিনয় দক্ষতার জন্য দারুণ প্রশংসীত হচ্ছেন এই সিরিজের অভিনেতারা। মনোজ বাজপেয়ী সহ এই সিরিজের সকল তারকা অভিনেতা মোটা পারিশ্রমিক পেয়েছেন। দেখে নিন কে কত টাকা পেয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিজের মূল চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। সূত্রের মতে, এই সিরিজের জন্য মনোজ ১০ কোটি টাকা নিয়েছেন।
রাজি-র ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। তাঁর এই ভূমিকা নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু, তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। সামান্থা এই অভিনয়ের জন্য ৩-৪ কোটি টাকা নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
জেকে-র ভূমিকায় অভিনয়ের জন্য দারুন প্রশংসীত হয়েছেন অভিনেতা শারিব হাশমি। তিনি নিয়েছেন ৬৫ লক্ষ টাকা।
মনোজ বাজপেয়ীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করা প্রিয়মণি নিয়েছেন ৮০ লক্ষ টাকা।
সূত্রের দাবি, এই সিরিজের জন্য অভিনেতা শরদ কেলকর নিয়েছেন ১ কোটি ৬০ লক্ষ টাকা।
মেজর সমীরের ভূমিকায় অভিনয় করা দর্শন কুমার নিয়েছেন ১ কোটি টাকা।
মিলিন্দের ভূমিকায় অভিনয় করা অভিনেতা সানি হিন্দুজা নিয়েছেন ৬০ লক্ষ টাকা।
শ্রীকান্ত তিওয়ারির মেয়ে ধৃতির ভূমিকায় অভিনয় করা আশলেশা ঠাকুর নিয়েছেন ৫০ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -