Anant-Radhika Wedding: হাজিরা দেবেন অ্যাডেল, ড্রেক, অনন্ত-রাধিকার বিয়েতে মুম্বই আসছেন হলিউড তারকারাও
প্রাক বিবাহ অনুষ্ঠানের জৌলুস দেখে চমকে গিয়েছিলেন সকলে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়েও উৎসাহ তাই তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশ-বিভুঁইয়ে নয়, মায়ানগরীতেই সাতপাকে বাঁধা পড়ছেন অনন্ত-রাধিকা। তাঁদের বিয়েও উৎসবের আকার নিতে চলেছে।
এর আগে, গুজরাতের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেন রিহানা। বলিউড তারকাদের উপস্থিতিও ছিল।
এর পর ইতালি এবং রোমে কেটি পেরি, 'ব্যাকস্ট্রিট বয়' ব্যান্ডের সদস্যরা হাজিরা দেন। মুম্বইয়েও একঝাঁক হলিউড তারকাকে দেখা যাবে বলে খবর।
শোনা যাচ্ছে, সঙ্গীতশিল্পী অ্যাডেল, ড্রেক, এবং লানা ডেল রে মুম্বই আসছেন। অনন্ত এবং রাধিকার বিয়েতে পারফর্ম করবেন তাঁরা।
১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনন্ত এবং রাধিকার বিবাহ অনুষ্ঠান চলবে। বিয়ের আগে থেকেই মায়ানগরীতে আসতে শুরু করবেন হলিউড তারকারা।
অনন্ত এবং রাধিকার সঙ্গীতানুষ্ঠানে বলিউড গানের পাশাপাশি, রিহানা, ব্রিচনি স্পিয়ার্স এবং হলিউড তারকাদের গান বাজানো হবে বলে খবর। বলিউড তারকারাও পারফর্ম করবেন।
১২ জুলাই অনন্ত এবং রাধিকা সাতপাকে বাঁধা পড়বেন। ১৩ জুলাই তাঁদের আশীর্বাদ। ১৪ তারিখ হবে মঙ্গল উৎসব।
অনন্ত এবং রাধিকার বিয়ের আগে, মঙ্গলবার মহারাষ্ট্রের পালঘরে গণবিবাহেরও আয়োজন করেন আন্বানিরা। হবু দম্পতির পাশাপাশি, আম্বানি পরিবারের বাকিরাও অনুষ্ঠানে হাজির ছিলেন।
রিলায়্যান্স কর্পোরেট পার্কে ওই গণবিবাহের আয়োজন হয়। ৮০০ জন উপস্থিত ছিলেন সেখানে। দরিদ্র পরিবারের যুগলদেরই বিবাহ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -