Finn Affleck: বাবা দু’বারের অস্কার বিজয়ী, মা জনপ্রিয় অভিনেত্রী, ১৫ বছর বয়সে রূপান্তরকামী তারকাসন্তান
Ben Affleck-Jennifer Garner: বেন অ্যাফ্লেক এবং জেনিফার গার্নারের দ্বিতীয় সন্তান খবরের শিরোনামে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
পশ্চিমের দেশগুলিতে যৌনশিক্ষার প্রসার ঘটলেও, ভারতের মতো দেশ এখনও সেই নিরিখে পিছিয়ে। যে কারণে যৌন এবং লিঙ্গ পরিচয়ের মধ্যেকার ফারাকই বুঝতে পারি না আমরা অনেকে। সেই দিক থেকে পশ্চিমি দুনিয়ার মানুষজন যে অনেক এগিয়ে, আবারও তার পরিচয় মিলল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
2/10
দু’-দু’বারের অস্কারজয়ী অভিনেতা, পরিচালক তথা প্রযোজক বেন অ্যাফ্লেক এবং জনপ্রিয় অভিনেত্রী জেনিফার গার্নারের সন্তান মাত্র ১৫ বছর বয়সে রূপান্তরকামী হিসেবে আত্মপ্রকাশ করল। ফাইল চিত্র।
3/10
বেন এবং জেনিফারের দ্বিতীয় সন্তান সেরাফিনা রোজ এলিজাবেথ অ্যাফ্লেকের জন্ম ২০০৯ সালে। কন্যাসন্তান হিসেবেই এতদিন বিখ্যাত মা-বাবার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার রূপান্তরকামী হিসেবে নিজেকে আবিষ্কার করল সে। ছবি: সংগৃহীত।
4/10
নিজেকে নতুন ভাবে আবিষ্কারের পরই জন্মসূত্রে পাওয়া সেরাফিনা নাম পাল্টে ফেলেছে বেন এবং জেনিফারের সন্তান। নিজের নয়া নাম নিজেই বেছে নিয়েছে সে, ফিন অ্যাফ্লেক। ছবি: সংগৃহীত।
5/10
২০১৮ সালে বেন এবং জেনিফারের বিবাহবিচ্ছেদ হয়। ২০২২ সালে প্রাক্তন প্রেমিকা, পপ তারকা জেনিফার লোপেজের সঙ্গে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন বেন। জেনিফারও আবারও সম্পর্কে জড়িয়েছেন। তবে ছাড়াছাড়ি হয়ে গেলেও, মিলেমিশেই সন্তানদের দেখভাল করছিলেন তাঁরা। ফাইল চিত্র।
6/10
এর মধ্যেই সম্প্রতি জেনিফারের বাবা উইলিয়াম জন গার্নার মারা যান। বুধবার তাঁর স্মরণসভায় নিজের নয়া পরিচয় সকলের সামনে আনে ফিন। বাজকাট চুল, কাল টাক্সিডো পরিহিত ফিন সকলের সামনে নিজের নয়া নাম ঘোষণা করে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
7/10
চলতি বছরের শুরুতেই নিজের বেশভূষা পাল্টে ফেলে ফিন। তবে নিজের রূপান্তরকামী পরিচয় এতদিন খোলসা করেনি সে। তারকা মা-বাবাও এতদিন সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। দাদুর স্মরণসভায় নিজেই সকলের সামনে এই ঘোষণা করল ফিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
8/10
তবে এত অল্প বয়সে নিজের যৌন পরিচয় অনুধাবন করতে পারার নজির এই প্রথম নয়। গত বছর, মাত্র ১৮ বছর বয়সে নিজেকে সমকামী ঘোষণা করেন ‘Stranger Things’ খ্যাত অভিনেতা নোয়া স্ন্যাপ। জীবনের ১৮ বছর ভয়ে, আতঙ্কে, হীনম্মন্যতায় কাটালেও, অবশেষে সাহস সঞ্চয় করতে পেরেছেন বলে জানান তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
9/10
গত বছর নভেম্বর মাসে সঙ্গীতশিল্পী বিলি আইলিশও নিজের যৌন পরিচয় সকলের সামনে তুলে ধরেন। জানান, তিনি মহিলাদের প্রতি আকৃষ্ট। বরাবরই তিনি সমকামী, শুধু ঘোষণা করার তাগিদ অনুভব করেননি বলে জানান বিলি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
10/10
‘Diary of a Wimpy Kid’ খ্যাত ২৫ বছর বয়সি কর্ণ ব্রারও গতবছর নিজেকে উভকামী ঘোষণা করেন। আবেগতাড়িত একটি প্রবন্ধও লেখেন তিনি। কর্ণ লেখেন, ‘নিজের কাছে আমি কে এবং সকলের সামনে আমি কে, এই দুইয়ের মধ্যে বিরাট ফারাক রয়েছে। তবে আস্তে আস্তে সেই ফারাক ঘুচছে’। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Published at : 11 Apr 2024 12:19 PM (IST)